spot_img

রূপনগর খাল থেকে নৌকা যোগে তুরাগে যেতে চান মেয়র আতিক

অবশ্যই পরুন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, অতীতের মতো রাজধানীর রূপনগর খাল থেকে নৌকা যোগে তুরাগ নদীতে যেতে খালের সবটুকু অংশ উদ্ধার এবং আশেপাশের অবৈধ দখল উচ্ছেদ করে এই নৌকাভ্রমণের উপযোগী করতে হবে।

বুধবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ডিএনসিসির ৬, ৭ এবং ৮ নম্বর ওয়ার্ডে বিস্তৃত রূপনগর খালটি পরিদর্শনে এসে এসব কথা বলেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। পরিদর্শনকালে খাল পরিষ্কার কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন মেয়র।

এ সময় সাংবাদিকদের তিনি বলেন, এই খালে আগে প্রচুর আবর্জনা ছিল। আমরা সেগুলো পরিষ্কার করেছি। প্রতিদিন ৫০ থেকে ৬০ জন কর্মী কাজ করে ১৫ দিনে খালটি পরিষ্কার করে। এটি প্রায় ২ কিলোমিটার লম্বা এবং সর্বোচ্চ ৬০ ফুট চওড়া। এখন কাজ হচ্ছে খাল এবং এর আশেপাশের অংশ সুন্দর করা। এই খাল দিয়ে নৌকায় চড়ে সাংবাদিক ভাইদের সঙ্গে নিয়ে আমি তুরাগ নদীতে যেতে চাই।

খাল পরিষ্কার প্রসঙ্গে আতিক বলেন, এই এলাকায় বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে। শিক্ষা প্রতিষ্ঠানে যখন শিক্ষার্থীদের যাতায়াতের সময় হয় তখন মেইন রোডের ওপর চাপ পড়ে। এই খালের পাশে যে অংশ আছে সেটিকে সুন্দর করতে পারলে এখান দিয়ে সবাই যাতায়াত করতে পারবে। এখান দিয়ে কমার্স কলেজ পর্যন্ত যাওয়া সম্ভব।

এজন্য আমরা এখানে ওয়াক ওয়ে এবং সাইকেল লেন করবো। বনায়নের জন্য ইতোমধ্যে গাছ লাগানো হয়েছে। শুধু সড়ক করলে হবে না। এই খালে সুয়ারেজ লাইনের বর্জ্য এসে পড়ে। তাই খালের পানিও পরিষ্কার করতে হবে। খালে পাড়ে থাকা অবৈধ স্থাপনা নিজেদের উদ্যোগে সরিয়ে নেওয়ার আহ্বান জানান ডিএনসিসি মেয়র।

এছাড়াও আগামী মার্চ মাস থেকে ডিএনসিসির হোল্ডিং ট্যাক্সসহ বিভিন্ন কর অনলাইনে বাসায় বসেই দেওয়া যাবে বলেও জানান তিনি। এসময় ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এম সাইদুর রহমান, সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর এবং ডিএনসিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

গুঞ্জন উড়িয়ে ম্যানসিটিতে আরও ২ বছর থাকছেন পেপ গার্দিওলা

গুঞ্জন ছিল ম্যানচেস্টার সিটি ছেড়ে ব্রাজিলের দায়িত্ব নিতে পারেন কোচ পেপ গার্দিওলা। কিন্তু ব্রাজিলিয়ান সমর্থকদের কষ্ট দিয়ে বৃহস্পতিবার (২১...

এই বিভাগের অন্যান্য সংবাদ