সাকিব আল হাসান-সাইফউদ্দিন, দু’জনের পরিচিতি অল রাউন্ডার। একজন স্পিন অল রাউন্ডার,অন্যজন পেস অল রাউন্ডার। সর্বশেষ বিশ্বকাপে দু’জনই ধরেছেন নিজেকে মেলে।
একাদশে এই দুই অল রাউন্ডারের উপস্থিতি বাংলাদেশ দলকে রাখে চাঙ্গা। দীর্ঘদিন পর এই দুই অল রাউন্ডারকে একসঙ্গে যাবে দেখা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে সে সম্ভাবনাই দিয়েছে দেখা।
সাকিব আল হাসানকে দীর্ঘদিন পর লাল-সবুজ জার্সিতে যাবে দেখা। তাতেই বাড়তি উদ্দীপনা পাচ্ছে বাংলাদেশ দল। এমনটাই মনে করছেন পেস অল রাউন্ডার সাইফউদ্দিন-‘ সবচেয়ে বড় কথা আমাদের মাঝে এক বছর পর সাকিব ভাই ফিরে এসেছে এ কারণে ভালো লাগাটা অন্যরকম। আর যেহেতু ঘরের মাঠে আমাদের হোম সিরিজ তাই বাড়তি উদ্দীপনা জোগাচ্ছে আমাদের।’
করোনাকালে সাইফউদ্দিন খেলেছেন বিসিবি প্রেসিডেন্টস কাপ এবং বঙ্গবন্ধু টি-২০ কাপে। ১১ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ।তাই দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে মুখিয়ে আছেন সাইফউদ্দিন-অনেক খুশির ব্যাপার, যা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। ঘর বন্দী ছিলাম, এর মধ্যে ঘরোয়া খেললাম। সব সময় জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করা সবসময় গর্বের বিষয়।’