spot_img

ছবিতে বাজে মন্তব্য, মামলা করলেন মেহরাবের স্ত্রী

অবশ্যই পরুন

ছবিতে বাজে মন্তব্য করায় কয়েকজন ফেসবুক ব্যবহারকারীর নামে মামলা করেছে সঙ্গীতশিল্পী মেহরাবের স্ত্রী রুশি চৌধুরী। রোববার (১০ জানুয়ারি) ফেসবুকে রুশি চৌধুরী বিষয়টি নিজেই জানিয়েছেন।

রুশি বলেন, “আমার আর মেহরাবের ছবিতে বাজে কমেন্ট, তারপর আমার সাথে ফেসবুক ইনবক্সে বেয়াদবি, ‘অমুক ভাই বলেছে দেখে কিছু বললাম না’ ধরনের কথা, বেশকিছু আজে বাজে গালিগালাজ করা কমেন্ট, এসব নোংরামি করা কয়েকজন যাদের ডিটেইলসসহ আমি একটা মামলা করেছি।”

প্রথমত বাংলাদেশের নাগরিক হওয়ার ভিত্তিতে কেউ এসে আমাদের মানহানি করবে বা টিজ করবে বা নোংরা শব্দ ব্যবহার করবে, এসবের বিরুদ্ধে আমি সব সময় সোচ্চার। প্রথমে যে ছেলেটা আমাকে এসে বলছিল ‘সবাইকে সমান ভাববেন না, কাদের স্যার ও আমাকে ভালো করে চেনে’ তাকে নিয়ে লেখার পর এবং তাকে ব্যাপারটা নিয়ে আরও কয়েকজন বলার পর সে এসে আমাকে বলে ‘মাফ করে দেন, আপনাকে চিনি নাই আগে’। এর মানে কি? রাজনৈতিক পরিচয় না থাকলে বা ক্ষমতা না থাকলে মেয়েদের যা তা বলা যাবে ফেসবুকে?’

পুলিশের সঙ্গে একটি ছবি শেয়ার করে রুশি আরও বলেন, ‘রাজনৈতিক পরিচয় ব্যবহার করে যারা ফেসবুকে নোংরামো করে এবং পথেঘাটে রাজনীতি বিক্রি করে তাদের ধিক্কার জানাই।

জাতির পিতা বঙ্গবন্ধুর হাতে জন্ম নেয়া এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিশ্রমে গড়া এই বাংলাদেশ এবং রাজনীতি এতো সহজ নয় যে এর নাম যে কেউ বিক্রি করে অন্যদের হেয় করবে এবং অন্যায় পশ্রয় দেবে।’

সবাইকে সাবধান করে তিনি তার স্ট্যাটাসে আরও বলেন, ‘ফেসবুকে যা তা কমেন্ট করা এবং ইনবক্সে নোংরামো করার আগে ভেবে চিন্তা করে আগাবা, আইন এসবের বিরুদ্ধে যথেষ্ট কঠোর।’

কণ্ঠশিল্পী মেহরাবের স্ত্রী রুশি চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী তিনি। তার সঙ্গে ২০১৯ সালের ৮ জুলাই পারিবারিকভাবে বিয়েবন্ধনে আবদ্ধ হন মেহরাব।

সর্বশেষ সংবাদ

গুঞ্জন উড়িয়ে ম্যানসিটিতে আরও ২ বছর থাকছেন পেপ গার্দিওলা

গুঞ্জন ছিল ম্যানচেস্টার সিটি ছেড়ে ব্রাজিলের দায়িত্ব নিতে পারেন কোচ পেপ গার্দিওলা। কিন্তু ব্রাজিলিয়ান সমর্থকদের কষ্ট দিয়ে বৃহস্পতিবার (২১...

এই বিভাগের অন্যান্য সংবাদ