spot_img

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

অবশ্যই পরুন

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর (৪২) মৃত্যু হয়েছে। রবিবার (১০ জানুয়ারি) পৌনে ৯টার দিকে নগরীর জয়দেবপুর ২৫নং রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে জয়দেবপুর স্টেশনে কমিউটার ট্রেনটি ঢোকার সময় গেইটম্যান গেইট ফেলে। কিন্তু অজ্ঞাত ওই নারী গেইটকে উপেক্ষা করে লাইন ক্রস করার সময় সে কাটা পড়ে। পরে স্থানীয়রা উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল মান্নান জানান, টাঙ্গাইল থেকে ঢাকা গামী কমিউটার ট্রেনটি সকাল পৌনে নয়টার দিকে জয়দেবপুর স্টেশনে ঢোকার সময় ২৫নং গেইটে অসাবধানতা বশত অজ্ঞাত নারী কাটা পড়ে। পরে স্থানীয়দের সহযোগিতায় মেট্রোপলিটন সদর পুলিশ আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়ার পথে মারা যায়। তার পরিচয় নেয়ার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

সর্বশেষ সংবাদ

ট্রাম্পকে অভিনন্দন জানালেন পুতিন

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় অবশেষে ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। ট্রাম্পকে অভিনন্দন জানানোর পরিকল্পনা নেই...

এই বিভাগের অন্যান্য সংবাদ