দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ ছিল পাকিস্তানে। অবশেষে ধীরে ধীরে আন্তর্জাতিক দলগুলো আসতে শুরু করেছে। সে ধারাবাহিকতায় এবার পাকিস্তান সফরে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা।
আগামী ২৬ জানুয়ারি পাকিস্তানের মাটিতে শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য আজ ২১ সদস্যের দল ঘোষণা করেছ দক্ষিণ আফ্রিকা। দলে নতুন দুই মুখ ড্যারিন ডুপাভিলন ও ওটনিল বার্টম্যান। অবশ্য একটি ওয়ানডে ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে ডুপাভিলনের। নিজ মাঠে সদ্য শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করা দল থেকে বাদ পড়েছেন ইনজুরি আক্রান্ত গ্লেন্টন স্টুরম্যান ও মিগেল প্রিটোরিয়াস।
২০০৭/০৮ সালের পর প্রথমবার পাকিস্তান সফর করবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন পেসার কাগিসো রাবাদা। দলে দুই জন বাঁ-হাতি স্পিনারও রাখা হয়েছে। তারা হলেন- জর্জ লিন্ডে ও তাবরাইজ শামসি। নির্বাচক প্যানেলের আহবায়ক ভিক্টর এমপিতসং বলেন, ‘সেখানকার কন্ডিশন সম্পর্কে দক্ষিণ আফ্রিকার বর্তমান ক্রিকেটারদের খুব বেশি জানা নেই। আমরা বোলিং আক্রমণকে আরও শক্তিশালী করতে চেয়েছি।’
ক্রিকেট দক্ষিণ আফ্রিকার বিবৃতি অনুসারে, আগামী ১৫ জানুয়ারি পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়বে দল। অনুশীলন ও নিজেদের মধ্যে ম্যাচের আগে করাচিতে শুরু হবে তাদের কোয়ারেন্টিন পর্ব। টেস্ট সিরিজের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে দক্ষিণ আফ্রিকা। ওই সিরিজের জন্য আগামী সপ্তাহে পৃথক দল ঘোষণা করা হবে। খেলোয়াড় হিসেবে তিনবার পাকিস্তান সফর করেন দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ মার্ক বাউচার। এরমধ্যে দুই বার জিতলেও একটি সিরিজ হারে দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকার টেস্ট দল : কুইন্টন ডি কক (অধিনায়ক), টেম্বা বাভুমা, এইডেন মার্করাম, ফাফ ডু-প্লেসিস, ডিন এলগার, কাগিসো রাবাদা, ডোয়াইন প্রিটোরিয়াস, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, রাসি ভ্যান ডার ডুসেন, এনরিচ নর্টি, উইয়ান মুল্ডার, লুথো সিপামলা, ব্যুরান হেন্ড্রিক্স, কাইল ভেরেনি, সারেল এরউই, কিগান পিটারসেন, তাবারাইজ শামসি, জর্জ লিন্ডে, ড্যারিন ডুপাভিলন ও ওটনিল বার্টম্যান।