শ্রীলঙ্কা পৌঁছার পর ইংল্যান্ড স্কোয়াডের গুরুত্বপূর্ণ সদস্য মঈন আলির শরীরে করোনা ধরা পড়েছে।
যদিও ৩৩ বছর বয়সী অলরাউন্ডার করোনা নেগেটিভ ফল পাওয়ার পরই বিমানে চড়েছিলেন। শ্রীলঙ্কা সরকারের কোয়ারেন্টাইন প্রটোকল অনুযায়ী তাকে এখন ১০ দিন আইসোলেশনে থাকতে হবে।
মঈনের সংস্পর্শে আসা ক্রিস ওকসকেও দলের অন্য সদস্যদের থেকে আলাদা রাখা হয়ে। পরবর্তী পরীক্ষার আগ পর্যন্ত তিনি আইসোলেশনে থাকবেন। লঙ্কানদের বিপক্ষে ১৪ জানুয়ারি দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে ইংল্যান্ড।