spot_img

আ’লীগের উপ-কমিটিতে অভিনেত্রী জ্যোতিকা

অবশ্যই পরুন

আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটিতে পদ পেয়েছেন অভিনেত্রী ও সাবেক ছাত্রনেত্রী জ্যোতিকা জ্যোতি। ৩১ ডিসেম্বর ৯৪ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কমিটিতে সদস্য নির্বাচিত হন জ্যোতি।

২০০৫ সালে জ্যোতিকা জ্যোতি অভিনীত প্রথম চলচ্চিত্র ‘আয়না’ মুক্তি পায়। এরপর তিনি বেলাল আহমেদের ‘নন্দিত নরকে’ এবং তানভীর মোকাম্মেলের ‘রাবেয়া’ চলচ্চিত্রে উল্লেখযোগ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। পরবর্তীতে জ্যোতি অভিনীত তানভীর মোকাম্মেলের ‘জীবনঢুলী’ ও আজাদ কালামের ‘বেদেনী’ চলচ্চিত্র দুটি মুক্তি পায়। জ্যোতি অভিনীত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির নাম ছিল ‘ব্রেক আপ’। ২০১০ সালের শুরুর দিকে এতে অভিনয় করেন তিনি।

বিনোদন অঙ্গনে পরিচিত মুখ জ্যোতিকা জ্যোতি। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় তিনি। ২০১৮ সালে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসন থেকে উপনির্বাচন এবং সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন জ্যোতি। কিন্তু টিকিট না পেলেও দলীয় প্রার্থীর পক্ষে বেশ সরব ছিলেন রাজনীতির মাঠে।

সর্বশেষ সংবাদ

প্রথম দিন শেষে স্বস্তিতে বাংলাদেশ

হঠাৎ বেরসিক ঝিরি ঝিরি বৃষ্টির বাগড়া আর আলোক স্বল্পতার কারণে ৩৬ বল বাকি থাকতেই অ্যান্টিগায় প্রথম দিনের খেলার সমাপ্তি...

এই বিভাগের অন্যান্য সংবাদ