spot_img

ভ্যাকসিনের অর্ধেক ডোজের কথা ভাবছে যুক্তরাষ্ট্র

অবশ্যই পরুন

করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগের গতি বাড়াতে জনগণকে মর্ডানার ভ্যাকসিনের অর্ধেক ডোজ দেয়ার কথা বিবেচনা করছে মার্কিন প্রশাসন।

রোববার দেশটির ফেডারেল কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।

ফেডারেল ভ্যাকসিন প্রোগ্রামের অপারেশনাল প্রধান মনসেফ সালোই সিবিএসকে দেয়া এক সাক্ষাতকারে বলেন, মার্কিন কর্মকর্তারা এই ধারণাটি সম্পর্কে মর্ডানার এবং ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আলোচনা করেছেন। যদিও মর্ডানার ভ্যাকসিনে দুটি ইনজেকশন দরকার হয়।

‘আমরা জানি যে ১৮ থেকে ৫৫ বছর বয়সের লোকদের মর্ডানা ভ্যাকসিনের অর্ধেক ডোজ দেয়া হয়। দু’ডোজের বাকি অর্ধেক ডোজ দিয়ে সেই একই পরিমাণ মানুষকে ভ্যাকসিন দেয়া যাবে। ’

তবে এ বিষয়ে মর্ডানা এবং ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এখনো কোনো মন্তব্য করেনি।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশে প্রায় ৪২ লাখ ২৫ হাজার ৭৫৬টি কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়া হয়েছে।  শনিবার সকালে আরও প্রায় ১ কোটি ৩০ লাখ ৭১ হাজার ৯২৫টি  ডোজ বিতরণ করা হয়েছে।

মর্ডানার মতো দুই ডোজের ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির কর্মকর্তারা আশা করেছিলেন, ২০২০ সালের মধ্যে দু’কোটি লোককে ভ্যাকসিন প্রয়োগ করা সম্ভব হবে। তবে প্রাথমিক লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম ভ্যাকসিন প্রয়োগ করতে পেরেছে দেশটির প্রশাসন।

ভ্যাকসিনের গতি আরও দ্রুত বাড়ানো হবে আশাবাদ ব্যক্ত করেন মনসেফ সালোই।

দ্বিতীয় ডোজ দেওয়ার চেয়ে আরও বেশি লোককে এক ডোজ দেওয়ার বিষয়ে অগ্রাধিকার দেওয়া উচিত প্রশাসনের এই পরামর্শ প্রত্যাখ্যান করে তিনি বলেন, তথ্য ও উপাত্তের ভিত্তিতে মর্ডানার ভ্যাকসিনের ডোজ অর্ধেক দেয়া হলে সেটা হবে দায়িত্বশীল পদ্ধতি।

সর্বশেষ সংবাদ

গুঞ্জন উড়িয়ে ম্যানসিটিতে আরও ২ বছর থাকছেন পেপ গার্দিওলা

গুঞ্জন ছিল ম্যানচেস্টার সিটি ছেড়ে ব্রাজিলের দায়িত্ব নিতে পারেন কোচ পেপ গার্দিওলা। কিন্তু ব্রাজিলিয়ান সমর্থকদের কষ্ট দিয়ে বৃহস্পতিবার (২১...

এই বিভাগের অন্যান্য সংবাদ