spot_img

অ্যামাজনের ৭৫ মিলিয়ন ডলারের ‘মেলানিয়া’, যুক্তরাজ্যে বিক্রি মাত্র একটি টিকিট

অবশ্যই পরুন

অ্যামাজনের ব্যয়বহুল ডকুমেন্টারি ‘মেলানিয়া’ যুক্তরাজ্যের বক্স অফিসে চরম ব্যর্থতার মুখে পড়েছে। শতাধিক হলে মুক্তি পেলেও বিক্রি হয়েছে মাত্র একটি টিকিট।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ডকুমেন্টারিটি কিনতেই অ্যামাজন ব্যয় করেছে প্রায় ৪০ মিলিয়ন ডলার। প্রচারে খরচ হয়েছে আরও ৩৫ মিলিয়ন ডলার। সব মিলিয়ে প্রায় ৭৫ মিলিয়ন ডলারের এই বিনিয়োগের বিপরীতে দর্শক আগ্রহ ছিল অত্যন্ত কম, বিশেষ করে যুক্তরাষ্ট্রের বাইরে।

তবে যুক্তরাষ্ট্রে প্রায় ১ হাজার ৫০০ হলে মুক্তি পেয়েছে মেলানিয়া। সেখানে উদ্বোধনী সপ্তাহে আয় হতে পারে ১ থেকে সর্বোচ্চ ৫ মিলিয়ন মার্কিন ডলার। যা বিনিয়োগের তুলনায় অনেক কম।

সমালোচনার মুখেও অ্যামাজন দাবি করেছে, রাজনৈতিক বিবেচনায় নয়, দর্শক চাহিদার ভিত্তিতেই তারা এই প্রকল্পে বিনিয়োগ করেছে।

ডকুমেন্টারিটি পরিচালনা করেছেন রাশ আওয়ার খ্যাত পরিচালক ব্রেট রেটনার। এক দশকের বেশি সময় পর এটি তার প্রথম ফিচার ফিল্ম। মুক্তির আগে, ফিল্ম ক্রিটিক্সদের জন্য কোনো বিশেষ প্রদর্শনীও রাখা হয়নি। ফলে দর্শকদের টাকা খরচ করে টিকেট কিনেই রিভিউ দিতে হচ্ছে।

যুক্তরাজ্যে সিনেমা অপারেটর রিচার্ড রিচার্ডস জানিয়েছেন, এই চলচ্চিত্র প্রদর্শনের সিদ্ধান্ত নিয়ে দর্শকদের কাছ থেকে বিপুল সংখ্যক আপত্তিমূলক ইমেইল এসেছে।

সর্বশেষ সংবাদ

ভোটের জন্য কর্মীদের বাড়ি বাড়ি যেতে হবে: তারেক রহমান

ভোটের জন্য কর্মীদের বাড়ি বাড়ি যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘বগুড়ার সাতটি আসনেই আমাদের কর্মীদের...

এই বিভাগের অন্যান্য সংবাদ