২০২৬ সালের জন্য জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের (পিবিসি) সহ-সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে পিবিসির পাঁচ সদস্যবিশিষ্ট ব্যুরো নির্বাচন অনুষ্ঠিত হয়।
কমিশনের ২০তম অধিবেশনের প্রথম সভায় মরক্কো সভাপতি এবং বাংলাদেশ , জার্মানি, ব্রাজিল ও ক্রোয়েশিয়া সহ-সভাপতি নির্বাচিত হয়। সংঘাতপূর্ণ দেশ গুলোর মধ্যে শান্তি রক্ষার দায়িত্ব অর্পিত থাকে কমিশনটির ওপর।
জাতিসংঘের বিভিন্ন পরিষদে অবদান রাখা দেশগুলো থেকে নির্বাচিত ৩১টি সদস্য রাষ্ট্র নিয়ে এই কমিশন গঠিত হয়।
শান্তি বিনির্মাণ কমিশনের প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ এই কমিশনের সদস্য। এ নিয়ে তৃতীয়বারের মত সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছে বাংলাদেশ। এর আগে দুইবার কমিশনের সভাপতির দায়িত্বে ছিলো।
এক বিবৃতিতে বাংলাদেশ প্রতিনিধিদল এই গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য বাংলাদেশের ওপর আস্থা রাখায় কমিশনের সদস্যদের ধন্যবাদ জানায়। একইসঙ্গে জাতিসংঘের শান্তি বিনির্মাণ প্রচেষ্টা ও কার্যক্রমের পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনার প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বাংলাদেশ।

