জাতীয় গণমাধ্যম কমিশন অধ্যাদেশ ও সম্প্রচার অধ্যাদেশ চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছে অন্তবর্তী সরকার। আগামী উপদেষ্টা পরিষদের বৈঠকে আইনটি উপস্থাপন করা হতে পারে।
সাংবাদিকদের সুরক্ষা ও তথ্য প্রবাহে স্বাধীনতা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তথ্য ভবনে বিভিন্ন অংশীজনের সাথে বৈঠক শেষে উপদেষ্টা একথা বলেন।
বৈঠকে তাড়াহুড়া করে এই আইন না করার কথা বলেন কেউ কেউ। এতে সম্পাদক পরিষদ, অ্যাটকো, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বিজেসিসহ বড় কয়েকটি সংগঠনের প্রতিনিধি অংশ নেয়নি। যারা আসেনি তাদের সাথে পরে যোগাযোগ করে নেওয়া হবে বলে জানান উপদেষ্টা।
সাংবাদিকতা ও সাংবাদিক সুরক্ষায় এই আইন জরুরি বলেও মন্তব্য করেন উপদেষ্টা।কেউ যদি মতামত দিতে চায় আগামী রোববারের মধ্যে দেওয়ার অনুরোধ জানান।

