spot_img

বিশ্বকাপের আগে দুঃসংবাদ পেল নিউজিল্যান্ড

অবশ্যই পরুন

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন নিউজিল্যান্ডের পেসার অ্যাডাম মিলনে। বাঁ পায়ের চোটের কারণে টুর্নামেন্টে আর খেলতে পারবেন না তিনি। তার পরিবর্তে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে ফাস্ট বোলার কাইল জেমিসনকে।

গত সপ্তাহান্তে এসএ২০ লিগে বোলিং করার সময় চোট পান মিলনে। পরবর্তী স্ক্যান রিপোর্টে চোটের বিষয়টি নিশ্চিত হয়। শুক্রবার (নির্দিষ্ট তারিখ উল্লেখযোগ্য হলে যোগ করা যাবে) এ তথ্য নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।

এর আগে ভারতের সফরে থাকা নিউজিল্যান্ডের সাদা বলের দলে ছিলেন কাইল জেমিসন। টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য তাকে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে রাখা হয়েছিল। মিলনের চোটের কারণে এবার তাকে মূল স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ভারত ও শ্রীলঙ্কায় আগামী ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপ।

মিলনের চোটে হতাশা প্রকাশ করেছেন নিউজিল্যান্ডের কোচ রব ওয়াল্টার। তিনি বলেন, অ্যাডামের জন্য আমরা সবাই খুব কষ্ট পেয়েছি। এই টুর্নামেন্টের জন্য সে অনেক পরিশ্রম করেছে।

তিনি আরও বলেন, ইস্টার্ন কেপ সানরাইজার্সের হয়ে আট ম্যাচে সে নিজের সেরা ফর্মে ফিরছিল। এমন সময়ে চোট পাওয়া তার জন্য খুবই দুর্ভাগ্যজনক। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করি।

সর্বশেষ সংবাদ

ভিয়েতনামে আরও ৫ বছরের জন্য পুন র্নির্বাচিত তো লাম

ভিয়েতনামের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতা হিসেবে আরও পাঁচ বছরের জন্য পুনর্নির্বাচিত হয়েছেন তো লাম। সর্বসম্মত ভোটে দলপ্রধান নির্বাচিত...

এই বিভাগের অন্যান্য সংবাদ