spot_img

কাবুলে রেস্টুরেন্টে বিস্ফোরণের ঘটনায় দায় স্বীকার করেছে আইএস

অবশ্যই পরুন

আফগানিস্তানের রাজধানী কাবুলে চীনা রেস্টুরেন্টে বিস্ফোরণের ঘটনায় দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট আইএস। এক বিবৃতিতে এই হামলাকে আত্মঘাতী আখ্যা দিয়ে এমনটা দাবি করে গোষ্ঠীটি। বুধবার (২১ জানুয়ারি) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

এতে বলা হয়, বিস্ফোরক ভেস্ট পরে রেস্টুরেন্টে প্রবেশ করে হামলাকারী। পরে, সেখানে বিস্ফোরণ ঘটানো হয়। মূলত, চীনা নাগরিকদের টার্গেট করে এই হামলা করা হয়েছে বলে জানিয়েছে আইএস।

সংগঠনটির দাবি, চীনে উইঘুর মুসলিমদের ওপর চলমান আগ্রাসনের জেরেই করা হয়েছে হামলা। সোমবার (১৯ জানুয়ারি) আফগানিস্তানের রাজধানীর সবচেয়ে নিরাপদ বিবেচিত শাহর-ই-নাও এলাকার এক রেস্তোরাঁয় বিস্ফোরণটি ঘটে। যাতে এক চীনা নাগরিকসহ সাতজনের প্রাণ যায়। এছাড়াও শিশুসহ আহত হয়েছেন ১৩ জন।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশকে সমর্থন জানিয়ে আইসিসিকে পিসিবির চিঠি

ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থানকে সমর্থন করে আইসিসিকে এবার চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমন...

এই বিভাগের অন্যান্য সংবাদ