রাশিয়া ফেডারেশন বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে বাংলাদেশকে ৩০ হাজার টন পটাশ সার উপহার দিয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) রাশিয়া ফেডারেশন বিশ্ব খাদ্য কর্মসূচির আওতায় বাংলাদেশকে এ উপহার হস্তান্তর করেছে।
এ উপলক্ষে রাজধানীর খামারবাড়িস্থ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত রাশিয়া ফেডারেশনের রাষ্ট্রদূত আলেক্সান্ডার জি খোজিন।
কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বর্তমান বিশ্বে খাদ্য ও সার সরবরাহ একটি বড় চ্যালেঞ্জ। তাই অতীতের যেকোনো সময়ের চেয়ে বিশ্ব খাদ্য কর্মসূচির অংশ হিসেবে রাশিয়ার দেওয়া ৩০ হাজার মেট্রিক টন সার উপহার বৈশ্বিক সহযোগিতার উজ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদে কৃষি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে ।
কৃষি খাত সবসময়ই বড় চ্যালেঞ্জ উল্লেখ করে উপদেষ্টা বলেন, কৃষকদের জন্য ভালো মানের সার সরবরাহ করতে সরকার বদ্ধপরিকর। রাশিয়ার সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্কের বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ধন্যবাদ দেন রাশিয়ান সরকারকে। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত রাশিয়া ফেডারেশনের রাষ্ট্রদূত আলেক্সান্ডার জি খোজিনসহ অনেকেই উপস্থিত ছিলেন।

