spot_img

বিপিএল থেকে ছিটকে গেলেন আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক

অবশ্যই পরুন

বিপিএলে চলতি আসরে ব্যাটে ধারাবাহিক ছিলেন অ্যাডাম রসিংটন। এপর্যন্ত আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। মাঝপথে ইংলিশ ব্যাটারকে হারাল চট্টগ্রাম রয়্যালস। আঙুলের চোটে ছিটকে গেছেন রসিংটন।

চলতি আসরে ৬ ম্যাচ খেলেছেন রসিংটন। ৩ ফিফটিতে ৬৪.৫ গড়ে ২৫৮ রান করেছেন। এক ম্যাচ কম খেলেও এখনও টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।

শনিবার ভিডিও বার্তায় বিষয়টি জানিয়েছেন চট্টগ্রাম রয়্যালস টিম ম্যানেজার নাফিস ইকবাল।

‘যে আঙুলে চোট লেগেছে রসিংটোনের, সেখানে আগেও চোট ছিল। গতকাল আঘাতের পর আঙুলে স্ক্যান করানো হয়। তাকে ২ সপ্তাহ বিশ্রামের পরামর্শ দেন চিকিৎসক। সে কারণে দেশে ফিরে যাচ্ছেন। রসিংটোনের জায়গায় বিকল্প ব্যাটারের সন্ধান শুরু করেছে চট্টগ্রাম।’

শুক্রবার রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচে ব্যাটিংয়ের সময় বিনুরা ফের্নান্দোর একটি বলে হাতের আঙুলে চোট পান রসিংটোন।

সর্বশেষ সংবাদ

আইপিএল ইস্যুতে ভারতের সঙ্গে বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না: বাণিজ্য উপদেষ্টা

আইপিএল ইস্যুতে ভারত-বাংলাদেশের বাণিজ্যে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। আজ রোববার (১১...

এই বিভাগের অন্যান্য সংবাদ