রাজধানীর বনানীতে হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে শনিবার (১০ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় কথা বলতে গিয়ে একজন সাংবাদিক তারেক রহমানকে ‘মাননীয় বিএনপি চেয়ারম্যান’ বলে সম্বোধন করেন। বক্তব্যের মধ্য ওই সাংবাদিককে থামিয়ে দিয়ে তারেক রহমান বলেন, ‘প্লিজ আমাকে মাননীয় বলবেন না।’
এ সময় বক্তব্যে তারেক রহমান বলেন, ‘আপনাদের কাছ থেকে আমরা যেন এমন ধরনের আলোচনা ও সমালোচনা পাই, যা আমাদের সাহায্য করবে দেশকে এগিয়ে নিয়ে যেতে। শুধু সমালোচনার জন্য সমালোচনা করা নয়; আপনাদের কাছ থেকে যেন এমন সামালোচনা আমরা পায়, যাতে আমরা দেশের মানুষের যে সমস্যাগুলো আছে, সেগুলোর সমাধান করতে পারি।’
অনুষ্ঠানে উপস্থিত হয়ে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম সম্পাদক, সাংবাদিক ও মিডিয়া নির্বাহীদের সঙ্গে কুশল বিনিময় করেন তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে দেশের জাতীয় দৈনিকের সম্পাদক, ইলেকট্রনিক মিডিয়ার প্রধান নির্বাহী, বার্তা সংস্থার শীর্ষ কর্মকর্তাসহ জ্যেষ্ঠ সাংবাদিকরা অংশ নেন।

