spot_img

আমাকে মাননীয় বলবেন না, সাংবাদিকদের তারেক রহমান

অবশ্যই পরুন

রাজধানীর বনানীতে হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে শনিবার (১০ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির চেয়ার‌ম্যান তারেক রহমান। এ সময় কথা বলতে গিয়ে একজন সাংবাদিক তারেক রহমানকে ‘মাননীয় বিএনপি চেয়ারম্যান’ বলে সম্বোধন করেন। বক্তব্যের মধ্য ওই সাংবাদিককে থামিয়ে দিয়ে তারেক রহমান বলেন, ‘প্লিজ আমাকে মাননীয় বলবেন না।’

এ সময় বক্তব্যে তারেক রহমান বলেন, ‘আপনাদের কাছ থেকে আমরা যেন এমন ধরনের আলোচনা ও সমালোচনা পাই, যা আমাদের সাহায্য করবে দেশকে এগিয়ে নিয়ে যেতে। শুধু সমালোচনার জন্য সমালোচনা করা নয়; আপনাদের কাছ থেকে যেন এমন সামালোচনা আমরা পায়, যাতে আমরা দেশের মানুষের যে সমস্যাগুলো আছে, সেগুলোর সমাধান করতে পারি।’

অনুষ্ঠানে উপস্থিত হয়ে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম সম্পাদক, সাংবাদিক ও মিডিয়া নির্বাহীদের সঙ্গে কুশল বিনিময় করেন তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে দেশের জাতীয় দৈনিকের সম্পাদক, ইলেকট্রনিক মিডিয়ার প্রধান নির্বাহী, বার্তা সংস্থার শীর্ষ কর্মকর্তাসহ জ্যেষ্ঠ সাংবাদিকরা অংশ নেন।

সর্বশেষ সংবাদ

বিপিএল থেকে ছিটকে গেলেন আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক

বিপিএলে চলতি আসরে ব্যাটে ধারাবাহিক ছিলেন অ্যাডাম রসিংটন। এপর্যন্ত আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। মাঝপথে ইংলিশ ব্যাটারকে হারাল চট্টগ্রাম রয়্যালস।...

এই বিভাগের অন্যান্য সংবাদ