spot_img

আধুনিক প্রযুক্তি ও সাশ্রয়ী জ্বালানিতে লাভজনক করা হবে রাষ্ট্রীয় শিল্প: শিল্প উপদেষ্টা

অবশ্যই পরুন

রাষ্ট্রীয় মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠানগুলোকে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সাশ্রয়ী জ্বালানি নিশ্চিত করার মাধ্যমে লাভজনক ও টেকসই করে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে সুনামগঞ্জের ছাতক সিমেন্ট কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

শিল্প উপদেষ্টা জানান, সিমেন্ট উৎপাদনের প্রধান কাঁচামাল ক্লিংকার আমদানির ক্ষেত্রে সীমান্ত সংযোগের যে জটিলতা ছিল, তা নিরসনের প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি বলেন, “সীমান্তের ওপার থেকে ক্লিংকার আসার কানেকশনটি আটকে ছিল, এখন তা চালুর প্রক্রিয়া শুরু হয়েছে। এটি সচল হলে কারখানার উৎপাদন বহুগুণ বৃদ্ধি পাবে। বর্তমান সরকারের মেয়াদেই এই উন্নয়ন কাজ দৃশ্যমান হবে বলে আমরা আশা করছি।”

জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশের শিল্পোন্নয়ন প্রসঙ্গে আদিলুর রহমান খান বলেন, “জুলাই অভ্যুত্থান আমাদের যে নতুন পথ দেখিয়েছে, সেই পথ অনুসরণ করেই বর্তমান ও আগামী নির্বাচিত সরকার শিল্পায়ন ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করবে। নতুন শিল্পকারখানা স্থাপনে প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করা হবে।”

পরিদর্শনকালে উপদেষ্টার সঙ্গে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, শিল্প সচিব মো. ওবায়দুল রহমান, বিসিআইসির চেয়ারম্যান মো. ফজলুর রহমান এবং ছাতক সিমেন্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্র-ইরানের উত্তেজনা বৃদ্ধি গোটা মধ্যপ্রাচ্যে বিপর্যয় আনবে: কাতার

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে কাতার।...

এই বিভাগের অন্যান্য সংবাদ