বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট টাইটান্সের বিপক্ষে ২০ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস। আজ বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) ১৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬০ রানই করতে সক্ষম হয়েছে ঢাকা ক্যাপিটালস।
ঢাকার হয়ে ৫১ রানের ইনিংস খেলেছেন রহমানউল্লাহ, তবে সেটিও দলকে জয়ের পথে এগোতে পারে নি। সিলেটের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন সালমান ইরশাদ। এছাড়া মঈন আলী, আজমতউল্লাহ ওমরজাই, রুয়েল মিয়া ও নাসুম আহমেদ ১টি করে উইকেট শিকার করেন।
এদিন ওপেনিং জুটিতে ৫৬ রান তুলে নিলেও আব্দুল্লাহ আল মামুন, নাসির ও শামীম হোসেনের দ্রুত আউটের পর দল চাপে পড়ে। চতুর্থ উইকেটে রহমানউল্লাহ ও সাইফ হাসানের ৩৭ রানের জুটি জয় দেখানোর চেষ্টা করলেও পরে গুরবাজ ও সাইফ আউট হয়ে দলকে হারের মুখে ঠেলে দেয়। শেষ পর্যন্ত সাব্বির রহমান অপরাজিত থাকলেও দলের হারের পথ বন্ধ করতে পারেননি।
এর আগে, টসে হেরে ব্যাট করতে নেমে সিলেট ৬ উইকেট হারিয়ে ১৮০ রান সংগ্রহ করে। পারভেজ হোসেন ইমন ২৪ বলে ৩২, আরিফুল ইসলাম ২৯ বলে ৩৮, ওমরজাই ২৩ বলে ৩৩ রান করেন। ম্যাচে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন মঈন আলী, যিনি ৮ বলে ২৮ রান করেন এবং জয়ের ভিত্তি তৈরি করেন।
জয় দিয়ে ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে প্লে-অফের আশা দৃঢ় করেছে সিলেট। বর্তমানে টেবিলের তিনে অবস্থান করছে তারা। অন্যদিকে ৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ঢাকা ৬ দলের মধ্যে পঞ্চম স্থানে অবস্থান করছে এবং প্লে-অফের আশা শঙ্কার মুখে পড়েছে।

