spot_img

সিলেটের বিপক্ষে ২০ রানে হারলো ঢাকা

অবশ্যই পরুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট টাইটান্সের বিপক্ষে ২০ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস। আজ বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) ১৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬০ রানই করতে সক্ষম হয়েছে ঢাকা ক্যাপিটালস।

ঢাকার হয়ে ৫১ রানের ইনিংস খেলেছেন রহমানউল্লাহ, তবে সেটিও দলকে জয়ের পথে এগোতে পারে নি। সিলেটের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন সালমান ইরশাদ। এছাড়া মঈন আলী, আজমতউল্লাহ ওমরজাই, রুয়েল মিয়া ও নাসুম আহমেদ ১টি করে উইকেট শিকার করেন।

এদিন ওপেনিং জুটিতে ৫৬ রান তুলে নিলেও আব্দুল্লাহ আল মামুন, নাসির ও শামীম হোসেনের দ্রুত আউটের পর দল চাপে পড়ে। চতুর্থ উইকেটে রহমানউল্লাহ ও সাইফ হাসানের ৩৭ রানের জুটি জয় দেখানোর চেষ্টা করলেও পরে গুরবাজ ও সাইফ আউট হয়ে দলকে হারের মুখে ঠেলে দেয়। শেষ পর্যন্ত সাব্বির রহমান অপরাজিত থাকলেও দলের হারের পথ বন্ধ করতে পারেননি।

এর আগে, টসে হেরে ব্যাট করতে নেমে সিলেট ৬ উইকেট হারিয়ে ১৮০ রান সংগ্রহ করে। পারভেজ হোসেন ইমন ২৪ বলে ৩২, আরিফুল ইসলাম ২৯ বলে ৩৮, ওমরজাই ২৩ বলে ৩৩ রান করেন। ম্যাচে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন মঈন আলী, যিনি ৮ বলে ২৮ রান করেন এবং জয়ের ভিত্তি তৈরি করেন।

জয় দিয়ে ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে প্লে-অফের আশা দৃঢ় করেছে সিলেট। বর্তমানে টেবিলের তিনে অবস্থান করছে তারা। অন্যদিকে ৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ঢাকা ৬ দলের মধ্যে পঞ্চম স্থানে অবস্থান করছে এবং প্লে-অফের আশা শঙ্কার মুখে পড়েছে।

সর্বশেষ সংবাদ

ভোটকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ: মির্জা ফখরুল

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির এখনও উন্নতি ঘটেনি বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে, শিগগিরই এর...

এই বিভাগের অন্যান্য সংবাদ