spot_img

হাসনাতের আসনে বিএনপির প্রার্থী ঋণখেলাপি, পারবেন না ভোট করতে

অবশ্যই পরুন

কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী ঋণখেলাপি হওয়ায় নির্বাচন করতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

ঋণখেলাপির তালিকা থেকে তাকে বাদ দিতে হাইকোর্টের দেয়া আদেশ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) স্থগিত করেছেন চেম্বার আদালত। এতে ঋণখেলাপি হিসেবেই থাকছেন মঞ্জুরুল আহসান মুন্সী।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাইবাছাইয়ে কুমিল্লার ১১টি সংসদীয় আসনে ৭৬ জনের মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছিল। এর মধ্যে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্রও সেদিন (৩ জানুয়ারি) বৈধ ঘোষণা করা হয়।

যদিও তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এনসিপি মনোনীত হাসনাত আব্দুল্লাহ আপত্তি জানিয়েছিলেন। হাসনাত আবদুল্লাহকে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট সমর্থন দিয়েছেন।

এর মধ্যেই ঋণখেলাপির তালিকায় মঞ্জুরুল আহসান মুন্সীর নাম উঠে আসে। তবে সেই তালিকা স্থগিত করে দিয়েছিলেন হাইকোর্ট। পরে এই আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ। বৃহস্পতিবার হাইকোর্টের দেয়া সেই আদেশ স্থগিত করলেন চেম্বার আদালত।

সর্বশেষ সংবাদ

আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই: ট্রাম্প

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটকের পর সৃষ্ট উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিশ্বজুড়ে তাঁর নেওয়া আগ্রাসী নীতিগুলো...

এই বিভাগের অন্যান্য সংবাদ