spot_img

বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র

অবশ্যই পরুন

উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে বাংলাদেশ দল প্রতিপক্ষ হিসেবে পেয়েছে যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, পাপুয়া নিউ গিনি ও নামিবিয়াকে। মূল পর্বে জায়গা করে নেওয়ার লক্ষ্যে আসরের উদ্বোধনী দিনেই মাঠে নামবে নিগার সুলতানার নেতৃত্বাধীন দল।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি গতকাল বুধবার (৭ জানুয়ারি) বাছাই পর্বের গ্রুপিং ও পূর্ণ সূচি প্রকাশ করে। ১০টি দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, পাপুয়া নিউ গিনি ও নামিবিয়া। অপর দিকে ‘বি’ গ্রুপে খেলবে জিম্বাবুয়ে, স্কটল্যান্ড, থাইল্যান্ড, নেদারল্যান্ডস ও নেপাল।

নেপালের কাঠমান্ডুতে ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং আপার মুলপানি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে পুরো বাছাই পর্ব। প্রতিদিন দিনের প্রথম ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল সোয়া ৯টায় এবং দ্বিতীয় ম্যাচ দুপুর সোয়া ১টায়।

আগামী ১৮ জানুয়ারি উদ্বোধনী দিনে চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সেদিনই আপার মুলপানি স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

পরদিন ১৯ জানুয়ারি ত্রিভুবন বিশ্ববিদ্যালয় মাঠে পাপুয়া নিউ গিনির মুখোমুখি হবে তারা। ২২ জানুয়ারি একই ভেন্যুতে নামিবিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ, আর ২৩ জানুয়ারি আপার মুলপানিতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে দলটি।

২০২৬ সালের জুন-জুলাইয়ে অনুষ্ঠেয় উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের চারটি স্থানের জন্য এই বাছাই পর্বে লড়বে দলগুলো। প্রতিটি গ্রুপ থেকে তিনটি করে দল সুপার সিক্স রাউন্ডে উঠবে। সুপার সিক্স পর্ব শেষে শীর্ষ চার দল পাবে মূল পর্বে খেলার টিকিট। সুপার সিক্স রাউন্ড শুরু হবে ২৮ জানুয়ারি এবং চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত।

বাছাই পর্ব শুরুর আগে ১৪ জানুয়ারি থেকে মোট ১০টি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। প্রথমটি ১৪ জানুয়ারি সকালে ত্রিভুবন বিশ্ববিদ্যালয় মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে এবং দ্বিতীয়টি ১৬ জানুয়ারি দুপুরে আপার মুলপানি স্টেডিয়ামে থাইল্যান্ডের বিপক্ষে।

উল্লেখ্য, প্রথমবারের মতো ১২ দল নিয়ে অনুষ্ঠিত হবে উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। এর আগে সর্বশেষ আসরে অংশ নিয়েছিল ১০টি দল। গত বছরের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা জিতেছিল নিউ জিল্যান্ড।

সর্বশেষ সংবাদ

শপথ নিলেন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের প্রত্যয়

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে শপথ নিয়েছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। ওয়াশিংটনের স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে তিনি মার্কিন...

এই বিভাগের অন্যান্য সংবাদ