আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুত করে নিতে পরস্পরের বিপক্ষে একটি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। আর আসন্ন এই সিরিজকে সামনে রেখে ১৮ সদস্যের দল ঘোষণা করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড।
সদ্য ঘোষিত এই স্কোয়াডে অধিনায়কের ভূমিকায় আছেন অলরাউন্ডার দাসুন শানাকা।
ঘোষণাকৃত এই স্কোয়াডে বেশ চমক রেখেছে শ্রীলঙ্কা। বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে না থাকা কয়েকজন ক্রিকেটারকে রাখা হয়েছে পাকিস্তান সিরিজের দলে।
চলতি মাসের ৭ জানুয়ারি থেকে দুদলের মধ্যকার সিরিজ শুরু হতে যাচ্ছে। যথাক্রমে ৮ ও ১১ জানুয়ারি দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার কেন্দ্রীয় প্রদেশের মাতালে জেলায় অবস্থিত ডাম্বুল্লা শহরে।
শ্রীলঙ্কার স্কোয়াড:
দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কামিল মিশারা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, ধনাঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, জানিত লিয়ানাগে, কামিন্দু মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেল্লালাগে, মহিশ থিকশানা, দুশান হেমন্ত, ত্রাভিন ম্যাথু, দুশমন্ত চামিরা, মাথিশা পাথিরানা, নুয়ান থুসারা ও ঈশান মালিঙ্গা।

