ভেনেজুয়েলার সরকার পরিস্থিতি ‘সমাধানে’ যুক্তরাষ্ট্রের পরিকল্পনার সঙ্গে সহযোগিতা না করলে দেশটির ওপর দ্বিতীয় দফা সামরিক হামলা চালানো হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মাদুরোকে যুক্তরাষ্ট্রে জোরপূর্বক তুলে নেওয়ার ঘটনার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলা সরকার যদি ওয়াশিংটনের প্রস্তাবে সাড়া না দেয়, তাহলে যুক্তরাষ্ট্র আরও কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, ‘পরিস্থিতি সমাধানে আমরা যা প্রয়োজন, তাই করব। তারা যদি সহযোগিতা না করে, তাহলে দ্বিতীয় দফা হামলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।’
এদিকে, ট্রাম্প কলম্বিয়া ও মেক্সিকোর বিরুদ্ধেও সামরিক পদক্ষেপের হুমকি দেন। তিনি বলেন, কিউবার কমিউনিস্ট শাসনব্যবস্থা ‘নিজের চাপে ভেঙে পড়ার পথে’ রয়েছে বলে মনে হচ্ছে।
তবে, এ বিষয়ে ওয়াশিংটনে অবস্থিত কলম্বিয়া ও মেক্সিকোর দূতাবাসের কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

