spot_img

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা, রাশিয়ার স্পষ্ট বার্তা

অবশ্যই পরুন

ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘সশস্ত্র আগ্রাসন’ বলে যে পদক্ষেপের অভিযোগ উঠেছে, তার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনাকে আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে উল্লেখ করে সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে এবং পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠা থেকে বিরত থাকার সতর্কবার্তা দিয়েছে।

আজ শনিবার (৩ জানুয়ারি) এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র যে অজুহাত দেখিয়ে এই ধরনের পদক্ষেপ নিয়েছে, তা গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে আরও বলা হয়, “এই কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার জন্য যে যুক্তি তুলে ধরা হয়েছে, তা টেকসই নয়। বাস্তবভিত্তিক কূটনৈতিক বাস্তবতার বদলে আদর্শিক বিদ্বেষই এখানে প্রাধান্য পেয়েছে, যা পারস্পরিক আস্থা ও পূর্বানুমেয় সম্পর্ক গড়ে তোলার সদিচ্ছাকে উপেক্ষা করেছে।”

বিবৃতিতে রাশিয়া সতর্ক করে জানায়, এ ধরনের পদক্ষেপ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুতর পরিণতি ডেকে আনতে পারে। একই সঙ্গে ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান জানানোর ওপর জোর দেয় মস্কো।

সর্বশেষ সংবাদ

গণভোট নিয়ে প্রাথমিক শিক্ষকদের জরুরি নির্দেশনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিত হবে গণভোট। এর প্রচারণায় ইতোমধ্যে কাজ শুরু করছে অন্তর্বর্তী সরকার। শহরের গুরুত্বপূর্ণ স্থানে...

এই বিভাগের অন্যান্য সংবাদ