spot_img

বিশ্বজুড়ে বর্ণিল আলোয় নতুন বর্ষ বরণ

অবশ্যই পরুন

নতুন বছর ২০২৬-কে বরণ করে নিতে মেতেছে গোটা বিশ্ব। ভৌগোলিক অবস্থানের কারণে সময়ের ব্যবধানে একেক দেশে একেক সময়ে নতুন বছরের সূর্য উদিত হচ্ছে। বাংলাদেশে নতুন বছর শুরু হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি থাকলেও বিশ্বের অনেক দেশ ইতিমধ্যে পা দিয়েছে ২০২৬ সালে।

প্রতিবারের মতো এবারও বিশ্বের প্রথম দেশ হিসেবে নতুন বছরকে স্বাগত জানিয়েছে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র কিরিবাতির কিরিতিমাতি অঞ্চল। এরপর একে একে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াতে শুরু হয় বর্ষবরণ। অস্ট্রেলিয়ার সিডনি হারবার ও অপেরা হাউসের সামনে আয়োজিত চোখ ধাঁধানো আতশবাজির প্রদর্শনী বরাবরের মতোই ছিল বিশ্বের অন্যতম আকর্ষণ।

বিবিসি-এর তথ্য অনুযায়ী, ওশেনিয়া অঞ্চলের পর এশিয়ায় প্রথম নতুন বছর শুরু হয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়ায়। জাপানে দিনটি অন্যতম বড় ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব হওয়ায় দেশজুড়ে সাজসাজ রব এবং সরকারি ছুটি চলছে। এরপর পর্যায়ক্রমে চীন, ফিলিপাইন, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াও ২০২৬ সালকে স্বাগত জানিয়েছে।

সিডনির আকাশ যখন আতশবাজিতে রঙিন, সিউলে তখন ছিল বর্ণিল আলোকসজ্জা। এশিয়ার দেশগুলো নিজস্ব ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে নতুন বছরের প্রথম প্রহর উদযাপন করছে। বাংলাদেশেও রাত ১২টা বাজার প্রতীক্ষায় কাউন্টডাউন শুরু হয়েছে।

সূত্র: বিবিসি

সর্বশেষ সংবাদ

তুরস্ককে এফ-৩৫ যুদ্ধবিমান দিচ্ছেন ট্রাম্প

তুরস্কের কাছে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির বিষয়টি ‘খুব গুরুত্ব সহকারে’ বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন...

এই বিভাগের অন্যান্য সংবাদ