spot_img

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নরেন্দ্র মোদির গভীর শোক

অবশ্যই পরুন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক শোকবার্তায় তিনি বেগম জিয়ার মৃত্যুতে দুঃখ প্রকাশ করে তার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

শোকবার্তায় নরেন্দ্র মোদি বলেন, ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালের খবরে তিনি গভীরভাবে মর্মাহত। তিনি মরহুমার পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি দানের জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া দেশের উন্নয়ন এবং ভারত–বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার সেই অবদান সবসময় স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেন মোদি।

শোকবার্তায় নরেন্দ্র মোদি ২০১৫ সালে ঢাকায় বেগম খালেদা জিয়ার সঙ্গে তার সাক্ষাতের কথাও স্মরণ করেন। তিনি আশা প্রকাশ করেন, বেগম জিয়ার রাজনৈতিক দর্শন ও উত্তরাধিকার ভবিষ্যতেও ভারত–বাংলাদেশ সম্পর্ককে এগিয়ে নিতে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

শোকবার্তার শেষাংশে ভারতের প্রধানমন্ত্রী মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

সর্বশেষ সংবাদ

আর্চারকে নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা ইংল্যান্ডের

চোটে আক্রান্ত জফরা আর্চারকে নিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ইংল্যান্ড। এই আসর দিয়ে প্রথমবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ