spot_img

আগামী ১০ দিনের মধ্যে এই মামলার তদন্ত প্রতিবেদন দেয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অবশ্যই পরুন

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ওসমান হাদি হত্যাকাণ্ডের ন্যায় বিচারে সরকার বদ্ধপরিকর। আগামী ১০ দিনের মধ্যে এই মামলার তদন্ত প্রতিবেদন দেয়া হবে বলেও জানান তিনি।

রোববার (২৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা শেষে এ কথা বলেন তিনি।

আশ্বস্ত করে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই হাদি হত্যার বিচার হবে। ফ্যাসিস্ট, সন্ত্রাসী ও দৃস্কৃতিকারীদের রাজনৈতিক দলগুলোতে আশ্রয় না দেয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, এই মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। তদন্তের স্বার্থে সবকিছু প্রকাশ করা যাচ্ছে না। এখন পর্যন্ত ১১ জন গ্রেফতার হয়েছে। হত্যার সাথে সংশ্লিষ্ট আলামত উদ্ধার করা হয়েছে। ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

২০২৬ ব্যালন ডি’অর পাওয়ার র‍্যাঙ্কিংয়ে রয়েছেন মেসি, রোনালদো!

চলতি বছরে দুর্দান্ত পারফরম্যান্স করে প্রথমবারে মতো ব্যালন ডি’অর জিতেছেন ওসামান দেম্বেলে। তার হাত ধরেই প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ...

এই বিভাগের অন্যান্য সংবাদ