রাশিয়া যে কোনো মূল্যে তাইওয়ানের স্বাধীনতার বিরুদ্ধে তার দৃঢ় অবস্থান ব্যক্ত করেছে। রোববার (২৮ ডিসেম্বর) রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভিক্টোরোভিচ লাভরভ সেদেশের বার্তা সংস্থা তাসকে দেয়া এক স্বাক্ষাতকারে এক চীন নীতির প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্বব্যক্ত করেছেন।
লাভরব জাপানের সামরিক কর্মসূচির দিকে ইঙ্গিত করে বলেন, জাপানকে সাবধান করেন। তিনি জাপানের সামরিক কর্মসূচি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার প্রতি হুমকি বলে বর্ণনা করেন।
রুশ পররাষ্ট্রমন্ত্রী তাইওয়ানে অস্ত্র রপ্তানি ও সেমিকন্ডাক্টর উৎপাদনে মার্কিন প্রচেষ্টাকে অতিমাত্রায় মুনাফা অর্জন ও চীনকে অর্থনৈতিক চাপে ফেলার চেষ্টা বলেও মন্তব্য করেন।

