spot_img

তারেক রহমানের সঙ্গে দেশে এসেছে প্রিয় ‘জেবু’

অবশ্যই পরুন

দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের এই প্রত্যাবর্তন। তার সঙ্গে দেশে ফিরেছেন স্ত্রী ডা. জুবায়দা রহমান এবং কন্যা জাইমা রহমান।

তাদের সঙ্গে ঢাকায় আনা হয়েছে আদরের পোষা বেড়াল ‘জেবু’কেও। সাইবেরিয়ান জাতের লোমশ এই বিড়ালটির বয়স প্রায় সাত বছর।

এর আগে, জেবুর জন্য পাসপোর্টসহ দেশে আনার প্রয়োজনীয় সব ধরনের আনুষ্ঠানিক অনুমোদন সম্পন্ন করা হয়।

অবসরে প্রিয় বেড়ালের সঙ্গে তারেক রহমানের খুনসুটি করার বিভিন্ন ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে একাধিকবার ভাইরাল হয়েছে।

এদিকে, তারেক রহমানের দেশে ফেরার কয়েক ঘণ্টা আগে জেবুর নামে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে একটি ফেসবুক পেজ, যা ইতোমধ্যে নেটিজেনদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

সর্বশেষ সংবাদ

নোয়াখালীকে উড়িয়ে দিল চট্টগ্রাম

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দুই সমালোচিত দলের লড়াই। চট্টগ্রাম রয়্যালস, যাদের ফ্র্যাঞ্চাইজি মালিক টুর্নামেন্ট শুরুর একদিন আগে সরে...

এই বিভাগের অন্যান্য সংবাদ