spot_img

তারেক রহমানের জন্য এসএসএফ চাওয়া হয়নি; ঝুঁকির চেয়ে নিরাপত্তা প্রস্তুতি বেশি

অবশ্যই পরুন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় সরকার কাছ থেকে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) চাওয়া হয়নি বলে দাবি করেছেন তার প্রধান নিরাপত্তা কর্মকর্তা ব্রিগেডিয়ার (অব.) শামসুল ইসলাম।

আজ বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

শামসুল ইসলাম বলেছেন, তারেক রহমানের নিরাপত্তার জন্য সব ধরনের সহযোগিতা করছে সরকার। যতটুকু নিরাপত্তা ঝুঁকি আছে, তার চেয়ে বেশি প্রস্তুতি নেয়া হয়েছে।

প্রসঙ্গত, তারেক রহমানের নিরাপত্তা ঝুঁকির বিষয়টি রাজনীতির মাঠে আলোচনায় আছে বেশ কিছুদিন ধরে। এর মাঝে মায়ের সংকটকালেও দেশে ফিরতে না পারার প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিলে তার নিরাপত্তার বিষয়ে গুঞ্জন ডানা মেলে ফের।

সম্প্রতি তার ফেরার সময় প্রকাশ্যে এলে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে তারেক রহমানের নিরাপত্তায় এসএসএফ চাওয়ার বিষয়টি আলোচনায় আসে।

সর্বশেষ সংবাদ

রাজধানীতে ককটেল বিস্ফোরণ, যুবক নিহত

রাজধানীর মগবাজারে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক যুবক নিহত হয়েছেন। আজ (বুধবার, ২৪ ডিসেম্বর) সন্ধ্যায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে...

এই বিভাগের অন্যান্য সংবাদ