spot_img

সরকারের ব্যর্থতায় আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছে: মির্জা ফখরুল

অবশ্যই পরুন

বাংলাদেশ ‘ট্রানজিশনাল পিরিয়ড’-এ আছে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে।

আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ট্রানজিশনাল পিরিয়ডে সরকারের ব্যর্থতার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছে। আমাদের প্রত্যাশা ছিল প্রফেসর ইউনূসের সরকার এই কয়েকটা মাস তাদের যোগ্যতার পরিচয় দেবেন এবং দক্ষতার সঙ্গে দেশকে পরিচালনা করবেন।

তিনি আরও বলেন, কিছু সংখ্যক ব্যক্তি, মহল এই ক্রান্তিকালীন প্রক্রিয়া বাধাগ্রস্থ করার জন্য ভয়ঙ্করভাবে চক্রান্ত করছে।

তবে ঘোষিত সময়ে নির্বাচনের পথে থাকায় ধন্যবাদ জানিয়েছেন মির্জা ফখরুল। তিনি বলেন, ধন্যবাদ জানাই, তারা কথা রেখেছেন। ২৬ এর ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে নির্বাচনের ঘোষণা দিয়েছে সরকার এবং ইসি সেইভাবে আগাচ্ছে।

তবে নির্বাচনের পরিবেশ তৈরিতে সরকার ও ইসিকে আরও ইচিবাচক ও কার্যকর ভূমিকার দরকার বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব।

সর্বশেষ সংবাদ

লন্ডনে গ্রেফতার গ্রেটা থুনবার্গ

ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভে অংশ নেয়ায় সুইডেনের জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গকে গ্রেফতার করেছে যুক্তরাজ্যের পুলিশ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গ্রেফতারের সময় ফিলিস্তিনের...

এই বিভাগের অন্যান্য সংবাদ