মার্কিন যুক্তরাষ্ট্রে গাড়ি দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় জনপ্রিয় সংগীতশিল্পী কাতা হে’কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আন্তর্জাতিকভাবে পরিচিত সংগীত প্রতিযোগিতা ‘দ্য ভয়েস’–এর সাবেক প্রতিযোগী। টেনেসি অঙ্গরাজ্যের গুডলেটসভিল পুলিশ বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশ সূত্র জানায়, গাড়ি দুর্ঘটনায় একজনের মৃত্যুর ঘটনায় কাতা হে’র বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
দুর্ঘটনার পর তিনি টেনেসি ছেড়ে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে। এরপর কয়েকদিন ধরে তার অবস্থান শনাক্ত করতে চেষ্টা চালায় আইনশৃঙ্খলা বাহিনী।
টিএমজেড-এর বরাতে সংবাদমাধ্যম দ্য ট্রিবিউন এক্সপ্রেস জানায়, ওকলাহোমায় কাতা হে’র অবস্থান সম্পর্কে তথ্য চেয়ে জনসাধারণের কাছে আবেদন জানানো হয়। গুডলেটসভিল পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি প্রকাশ করে নাগরিকদের সহায়তা চায়।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় কাতা হে’র সঙ্গে একজন শ্বেতাঙ্গ পুরুষ ছিলেন। নাগরিকদের দেওয়া তথ্যের ভিত্তিতে শেষ পর্যন্ত তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। পরে গত ১৭ ডিসেম্বর ভোরে ওকলাহোমায় এক শেরিফ ডেপুটির মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়।
গুডলেটসভিল পুলিশ এক বিবৃতিতে গ্রেপ্তারে সহযোগিতা করার জন্য সাধারণ জনগণকে ধন্যবাদ জানায়।
একইসঙ্গে জানানো হয়, কাতা হে’কে টেনেসির ডেভিডসন কাউন্টিতে ফেরত পাঠানো হবে, যেখানে তার বিরুদ্ধে দায়ের করা অভিযোগগুলোর বিচার কার্যক্রম চলবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, কাতা হে’র বিরুদ্ধে একটি খোলা ডিইউআই (মদ্যপ অবস্থায় গাড়ি চালানো) মামলা রয়েছে। গত ১০ ডিসেম্বরের দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আরও একাধিক অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে দুর্ঘটনাস্থল ত্যাগ করা, যার ফলে আনুমানিক ১ হাজার ৫০০ মার্কিন ডলারের বেশি সম্পত্তির ক্ষতি, এবং উন্মুক্তভাবে অ্যালকোহল বহন করে গাড়ি চালানো।
তবে গাড়ি দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ কিংবা ঘটনার বিস্তারিত বিবরণ এখনো প্রকাশ করেনি পুলিশ।

