ইংলিশ প্রিমিয়ার লিগে জয়রথ অব্যাহত রেখেছে অ্যাস্টন ভিলা। চলতি মৌসুমে একের পর এক জয়ে চমক দেখিয়েই লিগ টেবিলের শীর্ষে ওঠার লড়াইয়ে ছিলো বার্মিংহামের ক্লাবটি। এবার আর্সেনালের সাথে পয়েন্ট ব্যবধান আরও কমিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে তাদেরই ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তারা। ১৯৯০ সালের পর এবারই প্রথম ইপিএলে টানা সাত জয় পেল দলটি।
রোববার (২১ ডিসেম্বর) ভিলা পার্কে ম্যানচেস্টার ইউনাইটেডকে আতিথ্য দেয় উনাই এমেরির দল।
এদিন ঘরের মাঠে মরগ্যান রজার্সের চমৎকার ফিনিশিংয়ে ৪৫ মিনিটে লিড নেয় স্বাগতিকরা। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে প্রতিপক্ষের ব্যাক পাস থেকে পাওয়া বলে ম্যানইউকে সমতায় ফেরান ম্যাথিউ কুনহা। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধের ১২তম মিনিটে আবারও রজার্সের পায়ে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর একাধিক সুযোগ পেলেও আর ম্যাচে ফিরতে পারেনি রুবেন আমোরিমের শিষ্যরা।
এতে ২-১ ব্যবধানের ম্যাচে ইপিএলে টানা সাত জয়ে ৩৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অবস্থান আরও পোক্ত করল অ্যাস্টন ভিলা। এক পয়েন্ট বেশি নিয়ে দুই নম্বরে ম্যানচেস্টার সিটি। সর্বোচ্চ ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে আর্সেনাল।

