spot_img

রাফিনিয়া-ইয়ামালের গোল, রিয়ালের সঙ্গে বড় ব্যবধান রেখেই বছর শেষ বার্সার

অবশ্যই পরুন

স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালকে ২-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। দলের হয়ে গোল পেয়েছেন রাফিনিয়া ও ইয়ামাল। দুই অর্ধের দুই গোলে জিতে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান বাড়িয়েছে কাতালানরা।

রোববার (২১ ডিসেম্বর) নিজেদের মাঠে বার্সাকে আতিথ্য দেয় ভিয়ারিয়াল।

ম্যাচের দশ মিনিটেই ডি বক্সে রাফিনিয়া ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বার্সা। স্পট কিকে দলকে লিড এনে দেন ব্রাজিলিয়ান এই তারকা। ৩৯ মিনিটে ইয়ামালকে পেছন থেকে বাজেভাবে ফাউল করে লাল কার্ড দেখেন রেনাতো ভেইগা। তাতে দশ জনের দলে পরিণত হয় ভিয়ারিয়াল। ১-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় অতিথিরা।

দ্বিতীয়ার্ধের ১৮তম মিনিটে লামিন ইয়ামালের পায়ে ব্যবধান দ্বিগুণ করে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। পরবর্তীতে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে স্বাগতিকরা। তবে বার্সার রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় ভিয়ারিয়ালের ফরোয়ার্ডরা।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় জয় নিয়েই মাঠ ছাড়ে কাতালানরা। ১৮ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে টেবিলের চূড়ায় এখন বার্সা। সমান ম্যাচে ৪২ ও ৩৭ পয়েন্ট নিয়ে তালিকার দুই ও তিনে রয়েছে যথাক্রমে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ।

সর্বশেষ সংবাদ

ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন, বাংলাদেশের অবস্থান কত?

ফিফা তাদের বছরের শেষ র‍্যাঙ্কিং প্রকাশ করেছে সোমবার (২২ ডিসেম্বর)। প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। এদিকে, বাংলাদেশ তাদের...

এই বিভাগের অন্যান্য সংবাদ