spot_img

ডিসি-এসপি পরিচয় দিয়ে অনলাইন প্রতারণা, গ্রেপ্তার ২

অবশ্যই পরুন

কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) নাম ও ছবি ব্যবহার করে সাধারণ মানুষের সাথে প্রতারণার অভিযোগে একটি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ঢাকার বাড্ডা ও কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— ব্রাহ্মণবাড়িয়ার সাগর আহমেদ এবং কুমিল্লার হারুনুর রশীদ। বুধবার (১৭ ডিসেম্বর) রাতে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি ইমন কান্তি চৌধুরী জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে ডিসি ও এসপির ছবি ও নাম ব্যবহার করে হোয়াটসঅ্যাপ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট খুলে সাধারণ মানুষকে নানাভাবে বিভ্রান্ত করে আসছিল। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করার পর অভিযান চালিয়ে তাদের ধরা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আগে থেকেই একাধিক প্রতারণার অভিযোগ রয়েছে এবং বর্তমানে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য যে, গত ৯ ও ১০ ডিসেম্বর কক্সবাজার জেলা প্রশাসন ও জেলা পুলিশের অফিশিয়াল ফেসবুক পেজে এই প্রতারণা নিয়ে বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছিল। সেখানে জানানো হয় যে, ০১৮৬৪৯০১৭৬৫ এবং ০১৭৬৪৮৮৪৩৯০— এই দুটি হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে এসপি এবং ডিসির ছবি দিয়ে প্রতারণার চেষ্টা চালানো হচ্ছে। প্রশাসন ও পুলিশ বিভাগ থেকে সাধারণ মানুষকে এই ধরনের কোনো অ্যাকাউন্টের সাথে লেনদেন বা যোগাযোগ না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছিল।

সর্বশেষ সংবাদ

ওসমান হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ‘ইনকিলাব মঞ্চ’-এর মুখপাত্র শরিফ ওসমান হাদি মারা গেছেন। তার মৃত্যুতে আগামী শনিবার রাষ্ট্রীয়...

এই বিভাগের অন্যান্য সংবাদ