spot_img

পরিচালক বাবা-মাকে গলা কেটে হত্যা, গ্রেপ্তার ছেলে

অবশ্যই পরুন

খ্যাতনামা হলিউড পরিচালক রব রাইনার ও তার স্ত্রী মিশেল সিঙ্গার রাইনারকে হত্যার অভিযোগে তাদের ছেলে নিক রাইনারকে গ্রেপ্তার করেছে লস অ্যাঞ্জেলেস পুলিশ।

পুলিশ জানিয়েছে, ৩২ বছর বয়সী নিক রাইনারকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে এবং তাকে কোনো জামিন ছাড়াই হেফাজতে রাখা হয়েছে।

জানা গেছে, রব রাইনার (৭৮) ও তার স্ত্রী মিশেল রাইনারকে (৬৮) রোববার (১৪ ডিসেম্বর) ক্যালিফোর্নিয়ার ব্রেন্টউডে নিজেদের বাড়িতে একাধিক ছুরিকাঘাতে নিহত অবস্থায় পাওয়া যায়। এই দম্পতির ২৮ বছর বয়সী মেয়ে রোমি রাইনারই প্রথম তাদের মরদেহ দেখতে পান।

পুলিশ জানিয়েছে, পরে ওই দিন রাত সাড়ে ৯টার দিকে নিক রাইনারকে গ্রেপ্তার করা হয়। তবে এই হত্যাকাণ্ডের পেছনে কী উদ্দেশ্য ছিল, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুলিশ। তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রব রাইনার হলিউডের একাধিক জনপ্রিয় ও স্মরণীয় চলচ্চিত্রের পরিচালক হিসেবে পরিচিত। তার পরিচালিত ছবির মধ্যে রয়েছে হোয়েন হ্যারি মিট সেলি, স্ট্যান্ড বাই মি, এ ফিউ গুড ম্যান ইত্যাদি। তিনি কিংবদন্তি কৌতুক অভিনেতা কার্ল রাইনারের ছেলে। সূত্র: বিবিসি

সর্বশেষ সংবাদ

যোগ্য লোককে ভোট দিন, জাতির ভবিষ্যৎ নিশ্চিত করুন: মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, এবারের নির্বাচন ও গণভোট বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণের এক ঐতিহাসিক মুহূর্ত। আমরা কোন ধরনের...

এই বিভাগের অন্যান্য সংবাদ