spot_img

মার্কিন মুসলিম অধিকার গ্রুপকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ফ্লোরিডা প্রশাসনের

অবশ্যই পরুন

মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপক আলোচিত মুসলিম অধিকার সংগঠন ‘দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস’ (সিএআইআর) -কে সন্ত্রাসী তালিকাভুক্ত করেছে ফ্লোরিডা প্রশাসন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) হামাসের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে এক নির্বাহী আদেশে সই করে সিএসিআর-কে বিদেশি সন্ত্রাসী তালিকাভুক্ত করেন রাজ্যটির গভর্নর রন ডিস্যান্টিস। সম্প্রতি দ্বিতীয় রিপাবলিকান গভর্নর হিসেবে এ পদক্ষেপ নেন তিনি। একই সঙ্গে মুসলিম ব্রাদারহুডকেও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রাদেশিক সরকার এই সন্ত্রাসী তকমা দিলেও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার, কেয়ার বা মুসলিম ব্রাদারহুড- কোনোটিকেই ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করেনি।

ওই আদেশে ফ্লোরিডার বিভিন্ন সংস্থাকে নির্দেশ দেয়া হয়েছে, তারা যেন এসব সংগঠন বা যেসব ব্যক্তি এদের সহযোগিতা করেছেন, তাদের কোনো ধরনের চুক্তি, চাকরি কিংবা অর্থ বরাদ্দ না দেয়।

তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি। তাদের দাবি, সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগের ওপর সিদ্ধান্তটি নেয়া হয়েছে। গত মাসে টেক্সাসেও সিএসিআর-কে সন্ত্রাসী তালিকাভুক্ত করা হয়।

উল্লেখ্য, ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত ‘দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস’ (সিএআইআর) -এর যুক্তরাষ্ট্রজুড়ে ২৫টি শাখা রয়েছে। গত মাসে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট সংগঠনটিকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা দিলে ফেডারেল আদালতে মামলা করে তারা। এতে বলা হয়, এ ঘোষণা ‘সংবিধান পরিপন্থি’ এবং এর কোনো আইনি ভিত্তি নেই।

সর্বশেষ সংবাদ

‘হ্যাঁ’র পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ

গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের সামনে কোনো আইনগত বাধা নেই বলে সাফ জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী...

এই বিভাগের অন্যান্য সংবাদ