spot_img

তামিমকে অধিনায়ক করে এশিয়া কাপের দল ঘোষণা

অবশ্যই পরুন

আসন্ন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য আজিজুল হাকিম তামিমকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সহ-অধিনায়ক করা হয়েছে জাওয়াদ আবরারকে।

ইনজুরির কারণে দলে জায়গা হয়নি পেসার আল ফাহাদের। সবশেষ সিরিজে খেলা দেবাশীষ সরকার বাদ পড়েছেন দল থেকে। তার জায়গা ডাক পেয়েছেন অফ স্পিনার শেখ পারভেজ জীবন।

আগামী ১২ ডিসেম্বর পর্দা উঠবে এবারের যুব এশিয়া কাপের। আর ২১ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে। পুরো টুর্নামেন্ট মাঠে গড়াবে আরব আমিরাতের মাটিতে।

এশিয়া কাপে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ অধিনায়ক), সামিউন বশির রাতুল, শেখ পারভেজ হোসেন জীবন, রিজওয়ান হোসেন, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আবদুল্লাহ, ফরিদ হোসেন ফয়সাল, কালাম সিদ্দিকি অ্যালেন, ইকবাল হোসেন ইমন, রিফাত বেগ, শাহরিয়ার আল আমিন, আহমেদ শাহরিয়ার, সাদ ইসলাম রাজিন ও মোহাম্মদ সবুজ।

সর্বশেষ সংবাদ

কিউবায় সাবেক অর্থমন্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড

যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে কিউবার সাবেক অর্থমন্ত্রী আলেজান্দ্রো গিলকে। সোমবার (৮ ডিসেম্বর) দেশটির সুপ্রিম কোর্টের ট্রাইবুনালে দোষী সাব্যস্ত হন...

এই বিভাগের অন্যান্য সংবাদ