spot_img

২০২৬ ফুটবল বিশ্বকাপে আসছে নতুন নিয়ম

অবশ্যই পরুন

২০২৬ বিশ্বকাপে গরমের কথা বিবেচনায় নতুন নিয়ম করেছে ফিফা। আবহাওয়া যেমনই হোক না কেন, সব ম্যাচের প্রতি অর্ধের মাঝামাঝি সময়ে দেওয়া হবে তিন মিনিটের পানি পানের বিরতি। প্রতি অর্ধের ২২ মিনিট পর খেলা বন্ধ করে দেবেন রেফারি।

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা সোমবার এক বিবৃতিতে বলেছে, নতুন নিয়মটি আগের নিয়মগুলোকে আরও সহজ করে তুলবে। আগের নিয়মে ম্যাচ শুরুর সময় তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে প্রতি অর্ধের ৩০ মিনিট পর ‘কুলিং ব্রেক’ দেওয়া হতো।

আগামী বছরের জুন-জুলাইয়ে ৪৮ দলের বিশ্বকাপ যৌথভাবে হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। বিশ্বকাপের ইতিহাসে এটাই সবচেয়ে উষ্ণতম আসর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই বছরের জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয় নতুন আঙ্গিকের ক্লাব বিশ্বকাপ। সেখানে অনেক তাপমাত্রার মাঝেও বিকেলে হয়েছিল কিছু ম্যাচ।

সর্বশেষ সংবাদ

৪ নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা

নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এবার চার নারীকে রোকেয়া পদক ২০২৫ তুলে দিলেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ