spot_img

ট্রাম্পকে ফোন করলেন রোনালদো

অবশ্যই পরুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এখন উষ্ণ ও পারস্পরিক প্রশংসাপূর্ণ সম্পর্ক পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর। এই সম্পর্কের সূত্রপাত হয়েছিল রোনালদোর ট্রাম্পকে ‘বিশ্ব বদলে দেয়ার ক্ষমতা রাখেন এমন লোকদের একজন’ বলে অভিহিত করার মধ্য দিয়ে।

গত মাসে সৌদি প্রতিনিধি দলের অংশ হিসেবে রোনালদো হোয়াইট হাউসের নৈশভোজে অংশ নেন এবং প্রেসিডেন্টের সঙ্গে আলাদা বৈঠকও করেন। এই সফরের জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানাতে ফোনও করেছেন রোনালদো। খবর- ডেইলি মেইল

হোয়াইট হাউসে নৈশভোজে প্রেসিডেন্ট ট্রাম্প রোনালদোকে ‘অসাধারণ একজন মানুষ, কেবল ক্রীড়াবিদ হিসেবে নয়, ব্যক্তি হিসেবেও’ বলে প্রশংসা করেন। তিনি মজা করে বলেন, এই সাক্ষাৎ তার ছেলে ব্যারনের কাছে তাকে কিছুটা বাড়তি সম্মান এনে দিয়েছে, কারণ ব্যারন রোনালদোর বিশাল ভক্ত। হোয়াইট হাউসও ভিডিও প্রকাশ করে ক্যাপশন দেয় ‘Two GOATs’। এছাড়া রোনালদোকে বিশেষ অতিথিদের দেওয়া স্বর্ণের প্রতীকী চাবিও উপহার দেন ট্রাম্প।

ট্রাম্প মজা করে বলেন, এই সাক্ষাৎ তার ছেলে ব্যারনের কাছে তাকে কিছুটা বাড়তি সম্মান এনে দিয়েছে, কারণ ব্যারন রোনালদোর বিশাল ভক্ত। নৈশভোজে ট্রাম্প বলেন, ‘আমার ছেলে রোনালদোর বড় ভক্ত। আর রোনালদো এখানে আছে। ব্যারন তার সঙ্গে দেখা করতে পেরেছে, আর আমি মনে করি শুধু আপনাকে পরিচয় করিয়ে দেওয়ার কারণে সে তার বাবাকে একটু বেশি সম্মান করছে। আপনাদের দু’জনকে ধন্যবাদ। সত্যিই এটি একটি সম্মান।’

সর্বশেষ সংবাদ

বিতর্কিত মন্তব্যের পর ভারতীয় স্ত্রীকে নিয়ে তোপের মুখে মার্কিন ভাইস প্রেসিডেন্ট

অভিবাসীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে তোপের মুখে পড়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সামাজিক যোগাযোগমাধ্যমে করা এক পোস্টে তিনি...

এই বিভাগের অন্যান্য সংবাদ