spot_img

জুভেন্টাসকে হারিয়ে শীর্ষস্থান অক্ষুণ্ণ নাপোলির

অবশ্যই পরুন

ইতালিয়ান সিরি আ’য় রাসমুস হইলুন্দের জোড়া গোলের সুবাদে জুভেন্টাসকে ২-১ গোলে হারিয়ে টেবিলের শীর্ষস্থান অক্ষুণ্ণ রাখল নাপোলি। জুভেন্টাসের হয়ে একমাত্র গোলটি করেন কেনান ইলদিজ।

রোববার (৭ ডিসেম্বর) ঘরের মাঠ ডিয়েগো ম্যারাডোনা স্টেডিয়ামে তুরিনের ক্লাবটিকে আতিথ্য দেয় নাপোলি।

ম্যাচের সপ্তম মিনিটেই লিড পায় স্বাগতিকরা। দুর্দান্ত গোলে দলকে এগিয়ে নেন রাসমুস। প্রথমার্ধে পাল্টা আক্রমণ চালায় জুভেন্টাস। তবে প্রতিপক্ষের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় সফরকারী দলের ফরোয়ার্ডরা।

দ্বিতীয়ার্ধের ১৪তম মিনিটে কেনানের গোলে সমতায় ফেরে জুভেন্টাস। ম্যাচের ৭৮তম মিনিটে দ্বিতীয়াবারের মতো এগিয়ে যায় নাপোলি। শেষ পর্যন্ত ম্যাচে ফিরতে আপ্রাণ লড়াই চালালেও ব্যর্থ হয় তুরিনের বুড়িরা। ২-১ এ জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের চূড়ায় নাপোলি। সমান ম্যাচে ১ পয়েন্ট কম নিয়ে পরের অবস্থানে ইন্টার মিলান।

সর্বশেষ সংবাদ

কিউবায় সাবেক অর্থমন্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড

যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে কিউবার সাবেক অর্থমন্ত্রী আলেজান্দ্রো গিলকে। সোমবার (৮ ডিসেম্বর) দেশটির সুপ্রিম কোর্টের ট্রাইবুনালে দোষী সাব্যস্ত হন...

এই বিভাগের অন্যান্য সংবাদ