spot_img

সরকারের হুমকি উপেক্ষা করেই নোবেল আনতে যাচ্ছেন মাচাদো

অবশ্যই পরুন

ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো দেশটির সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আগামী বুধবার নরওয়ের অসলো শহরে নোবেল শান্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন। নিরাপত্তা পরিস্থিতির কারণে তাঁর আগমনী পথ ও সময় এখনও গোপন রাখা হয়েছে।

৫৮ বছর বয়সী মাচাদো বর্তমানে ভেনেজুয়েলায় আত্মগোপনে আছেন। নোবেল ইনস্টিটিউটের প্রধান ক্রিস্টিয়ান ব্রেগ হার্পভিকেন শনিবার (গতকাল) এএফপিকে নিশ্চিত করেছেন, “গতকাল (শুক্রবার) রাতে মাচাদোর সঙ্গে আমার যোগাযোগ হয়েছে। অনুষ্ঠানে যোগ দিতে তিনি অসলোয় আসবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।”

গত ১০ অক্টোবর শান্তিতে নোবেল পান মাচাদো। পুরস্কার নিতে নরওয়ে গেলে তাঁকে ‘ফেরারি’ হিসেবে গণ্য করার হুঁশিয়ারি দিয়েছে ভেনেজুয়েলার অ্যাটর্নি জেনারেল।

মাচাদো ২০২৪ সালের জুলাইয়ে প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর পুনর্নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনেছিলেন এবং নির্বাচনে দাঁড়াতে না দেওয়ার অভিযোগ করেছিলেন। নির্বাচনের ফলের প্রতিবাদ করায় প্রায় ২৪০০ জনকে গ্রেপ্তারের পর থেকে তিনি গা ঢাকা দিয়ে আছেন।

নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আগে মাদ্রিদ, বুয়েনস এইরেস, লিমাসহ বিভিন্ন শহরে মাচাদোর সমর্থনে প্রবাসী ভেনেজুয়েলানরা সমাবেশ করেছেন।

মাচাদোর নোবেল পুরস্কারের বিষয়টি সামনে আসার মধ্যেই ভেনেজুয়েলাকে ঘিরে ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্র ব্যাপক সেনা মোতায়েন করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় হামলার হুমকিও দিয়েছেন।

সর্বশেষ সংবাদ

এনসিপির মুখপাত্র হলেন আসিফ মাহমুদ, নির্বাচনে অংশ নেবেন না

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দলটির মুখপাত্রের দায়িত্ব পেয়েছেন তিনি।...

এই বিভাগের অন্যান্য সংবাদ