spot_img

ফেরানের হ্যাটট্রিকে বেটিসকে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

অবশ্যই পরুন

লা লিগায় আট গোলের রোমাঞ্চকর ম্যাচে রিয়াল বেতিসকে ৫-৩ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। এই জয়ে রিয়ালের সাথে পিয়েন্ট ব্যবধান আরো বাড়াল কাতালানরা। স্পানিশ লিগায় বার্সেলোনা শিবিরে কাপন ধরানোর দিক থেকে বেতিস এগিয়ে থাকলেও শেষ হাসিটা কিন্তু ছিল বার্সার মুখেই। গোলের শিরুটাও হয় বেতিসের কাছ থেকেই।

ম্যাচের ৬ মিনিটে খাওয়া গোলের প্রতিষোধ নিয়েছেন ফেরান তোরেস একাই।এক গোল হজমের পর প্রতিপক্ষের জাল কাপিয়েছে তিন বার। পূরণ করেছেন নিজের হ্যাটট্রিক। ম্যাচের ১১ মিনিটে ফ্লিক করে গোল করেন তোরেস। ঠিক দুই মিনিট পর অসাধারণ এক ভলিতে লিড বাড়ান তিনি।

এরপর ম্যাচের ৩১ মিনিটে ১৯ বছর বয়সি উইঙ্গার রুনি বার্দগি ডি-বক্সের ভেতর উইকার ফুট ডান পায়ে শট করে লা লিগায় নিজের প্রথম গোল করেন তিনি।

বিরতি থেকে ফিরে স্কোর শিটে নাম লেখান স্টার বয় লামিন ইয়ামাল। পিছিয়ে থেকেও ছেড়ে কথা বলেনি বেতিস। ৮৫ মিনিটে ডিয়েগো লরেন্তে এবং সফল পেনাল্টি কিক থেকে ৯০ মিনিটে কুচো হার্নান্দেজ ম্যাচে ফেরার আভাস দিলেও তা শুধু ব্যবধানই কমিয়েছে। বড় জয়ে শীর্শস্থান মজবুত করার পাশাপাশি রিয়ালের সাথে ব্যবধান আরো বাড়াল কাতালানরা।

 

সর্বশেষ সংবাদ

২০২৬ ব্যালন ডি’অর পাওয়ার র‍্যাঙ্কিংয়ে রয়েছেন মেসি, রোনালদো!

চলতি বছরে দুর্দান্ত পারফরম্যান্স করে প্রথমবারে মতো ব্যালন ডি’অর জিতেছেন ওসামান দেম্বেলে। তার হাত ধরেই প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ...

এই বিভাগের অন্যান্য সংবাদ