spot_img

গোপনে বিয়ে করছেন সামান্থা, পাত্র কে?

অবশ্যই পরুন

‘ফ্যামিলি ম্যানে’র পরিচালক রাজ নিদিমারুর সঙ্গে দক্ষিণী সুপারস্টার সামান্থা রুথ প্রভুর প্রেমের খবর আগেই চাউর হয়েছে। এবার গুঞ্জন— চুপিসারে বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী এবং তা আজ সোমবার-ই। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

কোনো আনুষ্ঠানিক ঘোষণা এলেও খবর ছড়িয়েছে, খুব ঘরোয়া পরিসরে আজ চার হাত এক হতে যাচ্ছে সামান্থা-রাজের। তামিলনাড়ুর কোয়েম্বাটোরে অবস্থিত ইশা যোগ ফাউন্ডেশনে বসছে বিয়ের আসর।

ইশা যোগ ফাউন্ডেশনের নিয়মিত দর্শনার্থী সামান্থা। সেখানকার আধ্যাত্মিক চর্চার সঙ্গেও তার যোগাযোগ লম্বা সময়ের। সেকারণে প্রেমিকের সঙ্গে কাগজ-কলমে বাঁধা পড়তে জায়গাটি সামান্থা বেছে নিয়েছেন বলে ধারণা অনেকের।

শুধু নাকি নিজেদের পরিবারের সদস্য-কাছের মানুষজন থাকবেন বিয়েতে। তারকাদের দল বেঁধে খাওয়ানোর পরিকল্পনা আপাতত নেই সামান্থা-রাজের। পরিমিত আয়োজনে জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন অভিনেত্রী।

যদিও বিয়ে নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি সামান্থা-রাজ। তবে বসে নেই রাজের স্ত্রী শ্যামলী দে। এরইমধ্যে বেশ ঝাঁঝালো মন্তব্য করেছেন তিনি। তার কথায়, “বেপরোয়া মানুষজন, বেপরোয়া সিদ্ধান্ত।”সামান্থা-রাজের প্রেমের খবর ছড়ানোর শুরু থেকেই বিস্ফোরক তিনি।

এর আগে সামান্থা যৌথ জীবন শুরু করেছিলেন নাগা চৈতন্যর সঙ্গে। ২০১৭ সালে বিয়ে করেন তারা। সে ঘর টেকেনি। চলতি বছর শোভিতা ধুলিপালার সঙ্গে নতুন করে জীবন শুরু করেছেন তিনি। এবার সামান্থাও হাঁটছেন সেই পথে।

সর্বশেষ সংবাদ

‘ইসরায়েল না মানলেও দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানই একমাত্র পথ’

দুই রাষ্ট্রভিত্তিক সমাধানই ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিরসনের একমাত্র পথ বলে মন্তব্য করেছেন, খ্রিস্টানদের প্রধান ধর্মীয় নেতা পোপ চতুর্দশ লিও। রোববার (৩০...

এই বিভাগের অন্যান্য সংবাদ