spot_img

তিন মাসের মধ্যেই দায়িত্ব বুঝিয়ে দিতে পারবে অন্তর্বর্তী সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

অবশ্যই পরুন

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, আগামী তিন মাসের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়িত্ব সম্পন্ন করে একটি রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারবে।

আজ সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে হযরত মাওলানা সূফী মুফতি আজানগাছী (রহ.) প্রতিষ্ঠিত হাক্কানী আঞ্জুমান বাংলাদেশের আয়োজিত ২৯তম বিশ্বজনীন প্রার্থনা সভায় মন্তব্যটি করেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রত্যেক ধর্মেই শান্তির বাণী রয়েছে, কিন্তু আমরা সেই ধর্মকে ব্যবহার করে অশান্তি সৃষ্টি করি। মত, পথ ও ধর্মের ভিত্তিতে মানুষকে বিভাজন না করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, দেশ শান্ত থাকলে অর্থনীতির অগ্রগতি সম্ভব হবে এবং বিদেশি বিনিয়োগও বাড়বে।

সর্বশেষ সংবাদ

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত অন্তত ২১

স্পেনের দক্ষিণাঞ্চলে দ্রুতগতির ট্রেনে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে কমপক্ষে ২১ জন। ভয়াবহ ওই দুর্ঘটনায় আহত হয়েছে আরও...

এই বিভাগের অন্যান্য সংবাদ