spot_img

বিমানবন্দরে লাগেজ কাটাছেঁড়া, যা বলছেন শাহজালালের নির্বাহী পরিচালক

অবশ্যই পরুন

সৌদি আরব ফেরত প্রবাসী বাংলাদেশিদের লাগেজে কাটাছেঁড়া ও মালামাল নিখোঁজের ঘটনাটি জেদ্দা বিমানবন্দরে ঘটেছে বলে নিশ্চিত করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (হশাআবি) নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ। সম্প্রতি এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর তিনি এই তথ্য জানান।

রোববার (৩০ নভেম্বর) নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এস এম রাগিব সামাদ বলেন, হশাআবির সিসিটিভি ফুটেজ যাচাই করে নিশ্চিত হওয়া গেছে যে সৌদি প্রবাসীর লাগেজে কাটার ঘটনাটি জেদ্দা এয়ারপোর্টে ঘটেছে।

তিনি আরও জানান, বিমানবন্দর কর্তৃপক্ষ ইতোমধ্যে সৌদি কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছে। তাদের সহযোগিতা পাওয়া গেলে খোয়া যাওয়া মালামাল ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ছেঁড়া লাগেজ নিয়ে যাত্রীরা রাগান্বিত হয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মীদের ওপর চড়াও হচ্ছেন।

বিমানবন্দর সূত্র অনুযায়ী, এটি গত ১৪ নভেম্বরের ঘটনা। ওই দিন সৌদি আরব থেকে ৭৮ জন বাংলাদেশি নাগরিক আউট পাস নিয়ে ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আসেন। আনুষ্ঠানিক কার্যক্রম শেষে আগমনী এক নম্বর বেল্ট এলাকায় ব্যাগেজ সংগ্রহের সময় দেখা যায়—অধিকাংশ ব্যাগেই কাটাছেঁড়া করা হয়েছে এবং ভেতরের মালামাল খোয়া গেছে। এই ঘটনায় যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়।

সর্বশেষ সংবাদ

শেষ ওভারে রোমাঞ্চকর জয় রাজশাহীর

রাজশাহী ওয়ারিয়র্সের জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল ৬ রান। হাতে ছিল ৩ উইকেট। আরাফাত সানির করা ওভারের প্রথম...

এই বিভাগের অন্যান্য সংবাদ