spot_img

দুর্নীতির জন্যই বড় প্রকল্প নেয়া হয়, লাগাম টানার তাগিদ রেল উপদেষ্টার

অবশ্যই পরুন

দুর্নীতির লাগাম টানতে হবে। দুর্নীতি করার জন্যই রেল ও সড়কে বড় বড় প্রকল্প নেয়া হয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও রেল উপদেষ্টা ফাওজুল কবির খান।

শুক্রবার (২৮ নভেম্বর) চট্টগ্রামে সড়ক জোনের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্প বিষয়ক এক মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি।

ফাওজুল কবির খান বলেন, সড়কের উপর চাপ কমাতে হবে। সড়কের পাশাপাশি নৌ ও রেলপথে যাত্রী ও মালামাল পরিবহনের দিকেও জোর দিতে হবে। আগের সরকার উন্নয়নের কথা শুনিয়ে প্রচুর ফরমায়েশি সড়ক নির্মাণ করেছে।

এ সময় সড়ক বিভাগের বিভিন্ন প্রকল্পের কাজ ও অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নেন তিনি। পাশাপাশি বিভিন্ন প্রকল্পে দুর্নীতির ঘটনায় ক্ষোভও প্রকাশ করেন তিনি।

সর্বশেষ সংবাদ

‘স্ট্রেঞ্জার থিংস ৫’ মুক্তি পেতেই ক্র্যাশ করল নেটফ্লিক্স

অবশেষে মুক্তি পেয়েছে ‘স্ট্রেঞ্জার থিংস ৫’। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের ডাফার ব্রাদার্স পরিচালিত জনপ্রিয় এই সিরিজটির প্রথম পর্ব আনুষ্ঠানিকভাবে...

এই বিভাগের অন্যান্য সংবাদ