spot_img

সামরিক অভ্যুত্থানে গিনি-বিসাউয়ের প্রেসিডেন্ট পদচ্যুত, ক্ষমতা দখল সেনাবাহিনীর

অবশ্যই পরুন

পশ্চিম আফ্রিকার দেশ গিনি-বিসাউয়ে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালোকে পদচ্যুত করে ক্ষমতা দখল করেছে সেনাবাহিনী। বুধবার (২৬ নভেম্বর) বিকেলে সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা একটি ভিডিওবার্তায় এই অভ্যুত্থানের ঘোষণা দেন।

সেনাবাহিনী প্রেসিডেন্ট এমবালোকে আটকের দাবি করেছে। সরকারি সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, প্রেসিডেন্ট এমবালো ছাড়াও তার প্রতিদ্বন্দ্বী ফার্নান্দো দিয়াস, সাবেক প্রধানমন্ত্রী ডোমিঙ্গোস পেরেইরা এবং স্বরাষ্ট্রমন্ত্রী বটশে কান্ডেকেও আটক করা হয়েছে। একইসঙ্গে সেনাপ্রধান জেনারেল বিআগে না এনটান এবং তার ডেপুটি জেনারেল মামাদু টুরেকেও আটক করা হয়েছে বলে জানা গেছে।

অভ্যুত্থানের পর সৈন্যরা দেশের চলমান নির্বাচনি প্রক্রিয়া স্থগিত করেছে। সেইসাথে আকাশ, জল ও স্থলপথের সব সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে এবং দেশজুড়ে কারফিউ জারি করা হয়েছে। এর আগে, প্রেসিডেন্টের বাসভবন, নির্বাচন কমিশন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে গোলাগুলির শব্দ শোনা যায়।

প্রেসিডেন্ট এমবালো বুধবার বিকেলে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তাকে ক্ষমতাচ্যুত করার বিষয়টি নিশ্চিত করেন।

ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে সংবিধানবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে সেনাবাহিনীর একাধিক ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাকে গ্রেফতার করার ঘটনা থেকেই সরকার ও সেনাবাহিনীর মধ্যে এই উত্তেজনা শুরু হয়, যার পরিণতি এই সামরিক অভ্যুত্থান। রোববার গিনি-বিসাউয়ে অনুষ্ঠিত প্রেসিডেন্সিয়াল নির্বাচনের ফল বৃহস্পতিবার ঘোষণা করার কথা ছিল।

সর্বশেষ সংবাদ

সরকারি সিদ্ধান্তে নাগরিক অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ

সরকারি নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণে বাংলাদেশের নাগরিকদের অংশগ্রহণ বাড়াতে ‘বাংলাদেশ ই-পার্টিসিপেশান পলিসি ফ্রেমওয়ার্কের খসড়া তৈরি করেছে মিডিয়া অ্যান্ড...

এই বিভাগের অন্যান্য সংবাদ