spot_img

হজ গাইড নিবন্ধন নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

অবশ্যই পরুন

দেশের ৩০টি লিড হজ এজেন্সিকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে দেড় হাজার হজ গাইডের নিবন্ধন সম্পন্ন করতে নির্দেশ দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। আজ রোববার (২৩ নভেম্বর) সংশ্লিষ্ট এজেন্সিগুলোতে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়।

চিঠিতে জানানো হয়েছে, ২০২৬ সালের হজযাত্রী নিবন্ধন কার্যক্রম শেষ হয়েছে। এ বছর বাংলাদেশের মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রীর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন (গাইডসহ) হজ পালন করবেন। তাদের জন্য ৩০টি লিড এজেন্সির অনুকূলে মোট এক হাজার ৫৯১ জন হজ গাইড বরাদ্দ দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, নির্ধারিত এক হাজার ৫৯১ জন হজ গাইডের প্রাক-নিবন্ধনের জন্য সৌদি পর্বের আবশ্যিক ব্যয় এবং বিমানভাড়ার খরচ হিসেবে প্রতিটি গাইডের জন্য তিন লাখ ৫০ হাজার টাকা জমা দেওয়া প্রয়োজন। এ টাকা লিড এজেন্সিগুলোর হজ কার্যক্রমের নির্ধারিত ব্যাংক হিসাবে জমা করে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

নির্দেশনায় বলা হয়, আগামী ৩০ নভেম্বরের মধ্যে গাইডদের প্রাক-নিবন্ধন সম্পন্ন করে প্রয়োজনীয় অর্থ জমা দেওয়ার অনুরোধ করা হলো। এরই মধ্যে ই-হজ সিস্টেমের পিআইডি অপশন চালু করা হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ

বাংলাদেশ সফররত দক্ষিণ এশিয়ার দেশ ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াত ইসলামীর নেতারা। আজ রোববার (২৩ নভেম্বর)...

এই বিভাগের অন্যান্য সংবাদ