spot_img

২৬ মাস পর মাঠে ফিরছেন পল পগবা

অবশ্যই পরুন

লম্বা বিরতির পর আবারো মাঠে ফিরছেন পল পগবা। প্রায় ২ বছর পর প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে যাচ্ছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার। পল পগবা সবশেষ ম্যাচ খেলেছিলেন ২০২৩ সালের সেপ্টেম্বরে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ডোপিং-এর কারণে ৪ বছরের জন্য নিষিদ্ধ করা হয় এই মিডফিল্ডারকে। পরে আপিলে তা কমিয়ে আনা হয় দেড় বছরে।

নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর, দুই বছরের চুক্তিতে গত জুনে ফ্রান্সের ক্লাব এফসি মোনাকোর সঙ্গে চুক্তিবদ্ধ হন পগবা। কিন্তু অ্যাঙ্কেলের চোটের কারণে এতদিন মাঠে নামা হয়নি তার। তবে সুস্থ হয়ে ওঠায় প্রথমবার এএস মোনাকোর স্কোয়াডে রাখা হয়েছে পগবাকে। ফ্রেঞ্চ লিগের ম্যাচে শনিবার রেনের বিপক্ষে মাঠে নামবে মোনাকো।

সর্বশেষ সংবাদ

তাইজুলের ঘূর্ণিতে বড় জয়ের অপেক্ষায় বাংলাদেশ

সাকিব আল হাসানকে টপকে টেস্টে বাংলাদেশের হয়ে এখন সর্বোচ্চ উইকেটের মালিক তাইজুল ইসলাম। মিরপুর টেস্টের চতুর্থ দিনে এই কীর্তি...

এই বিভাগের অন্যান্য সংবাদ