spot_img

রাবির দুই শিক্ষার্থীকে অস্ত্রের মুখে তুলে নিয়ে মারধর

অবশ্যই পরুন

রেস্টুরেন্টে খাওয়ার সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর ওপর অজ্ঞাতনামা দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত তিন শিক্ষার্থী আহত হয়েছেন। হামলার পরে আহত দুই শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

বুধবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটের সামনে ‘কাজলা ক্যান্টিন’ হোটেলে এ ঘটনা ঘটেছে। ঘটনার পরে রাত সাড়ে ১২টা থেকে কাজলা ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কের ওপর আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

আহত শিক্ষার্থীরা হলেন, ফিন্যান্স বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের আল ফারাবী, ২০২৩-২৪ বর্ষের তাহমিদ আহমেদ বখশী এবং নাট্যকলা বিভাগের ২০২৩-২৪ বর্ষের শিক্ষার্থী মিনহাজ। আহত আল ফারাবী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হল শাখা দায়িত্বপ্রাপ্ত নেতা ছিলেন বলে জানা গেছে। পরবর্তীতে, জুলাই গণঅভ্যূত্থানের সময় ১৫ জুলাইয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ‘সর্বপ্রথম’ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে ছাত্রলীগ থেকে পদত্যাগ করেন।

জানা যায়, রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজলায় খাওয়া-দাওয়া করছিলেন ফারাবি ও তার সঙ্গে কয়েকজন। এ সময় ১০-১৫ টি মোটরসাইকেলের করে মুখে কালো কাপড় বেধে এবং হেলমেট পরিহিত একটি দল রেস্টুরেন্টে আসে এবং শিক্ষার্থীদের মাঝে ছবি দেখিয়ে একজনের খোঁজ করেন। পরে তারা এলোপাতাড়ি হামলা শুরু করেন। তাদের হাতে হাতুড়ি, রড, রামদাসহ বিভিন্ন অস্ত্রও দেখা গেছে। পরে সেখান থেকে মারধর করে ফারাবি এবং বখশীকে তুলে নিয়ে যায়।

পরবর্তীতে, পৌনে ১২টার দিকে ফারাবিকে বিনোদপুর এলাকায় বেতার মাঠের পাশে এবং বখশীকে হবিবুর রহমান হলের সামনের থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর অপহরণের শিকার শিক্ষার্থী ফারাবীর পিঠের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন দেখা যায়। পরে ফারাবী এবং মিনহাজ রামেকে চিকিৎসা নেন। ফারাবী বর্তমানে রামেকের ২২ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন।

অন্যদিকে, অপহরণের শিকার আরেক শিক্ষার্থীকে হবিবুর রহমান হলের সামনে থেকে উদ্ধার করা হয়। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, কাজলায় শিক্ষার্থীদের ওপরে মুখে বেধে হেলমেট পরে একদল দুর্বৃত্ত হামলা করেছে। এ সময়, আমাদের দুইজন শিক্ষার্থীকে দুর্বৃত্তরা তুলে নিয়ে যায়। পরে দুজনকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। দ্রুত দুর্বৃত্তদের শনাক্ত করার জন্য আমরা পুলিশকে বলেছি।

সর্বশেষ সংবাদ

৩-৪ কর্মদিবসের মধ্যে গণভোট আইন করা হবে: আইন উপদেষ্টা

জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে, প্রধান উপদেষ্টার এমন ঘোষণার পর আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ...

এই বিভাগের অন্যান্য সংবাদ